মানব জীবন
এবং তাঁর বোঝা না বোঝার সঠিক অধ্যয়ন।
মার্চ ১৭, ২০১৯ রাতঃ ১:২০মি.
সময়ের কিছু ভালোলাগা থাকে সেটা ভালোলাগা বা মন্দ লাগার যখন পার্থক্য খোঁজেনা তখনই আপনার জীবনে শুরু হয় একটি নতুন অধ্যায়।
হ্যাঁ, সব ভালোলাগায় মানুষের সায় দিতে নেই। সব ভালোলাগা মানুষের সুখের পথ খুঁজে দেয়না। আপাদমস্তক যা এখন আপনি ভালো মনে করছেন সেই ভালোলাগা আপনার জীবনে একদিন চরম ঝড় তুলবে।
সেখানে হয়তো আপনি আপনার টিকে থাকার ওয়ান পার্সেন্ট চান্স থাকবে কিন্তু সেটা সফল হবেনা।
আপনি যে কাজটি আজকে সুখের আশায় করছেন অন্যকেউ ঠিক একদিন আপনার জন্যও সেই জালটি বিস্তার করবে। এটি মিথ্যা না। এটিই প্রকৃতির নিয়ম।
সব শান্তিই যে সুখের হয়না সেটা মানুষের জীবন থেকে শিক্ষা নিতে হয় এখানে কাউকে বোঝানোর মতো কিছু নেই যার যার প্রয়োজনেই মানুষ শিক্ষাগ্রহণ করে।
মানুষ যত কম বুঝবে তাঁর চিন্তাধারার পথ ততটাই সহজ হবে। হিসাব করে যদি জীবন না চলে তাহলে বেহিসাবি হয়ে জীবন পার করাটাও আরও ভয়ঙ্কর।
•মৃত্যু; সে পরমহংস সত্যের নাম। আচ্ছা মৃত্যু কি সকল সমস্যাসমূহের সমাধান দাতা?
নাহ্ এমন চিন্তাধারা নেহায়তই ছেলেখেলা বাচ্চাদের মতো। এসব দুর্গমপথ পাড়ি দিয়েইতো প্রকৃত একটি জীবন লাভ হয়!
পৃথিবীর এইসব কারারুদ্ধ পথের বন্ধ দরজা খোলার মধ্যেদিয়েই সুখ দুঃখ কষ্টের তুমুল পথ অতিক্রম করতে হয়।
তবেই তো আপনি একজন মানুষ হবেন খুঁজে পাবেন আপনার কাঙ্খিত পথ।
ধৈর্য বুদ্ধি সময় ও অপেক্ষাকৃত দিনের পরেই প্রকৃত দরজা আপনার চোখের সামনে আসবে তাঁকে মুল্যয়ন করবেন এবং গ্রহণ করুন।
সেইদিন পর্যন্ত আপনার ছুটে চলা অবশ্যই সমীচিন। কিন্তু সেটা যদি অসৎ পথের অসম যাত্রা হয় তাহলে আপনার সুন্দর জীবন সুন্দর ভবিষ্যৎ নোংরা ডাস্টবিনের মতোই দুর্গন্ধ ছড়াবে এতে কোনো সুখ নেই।
সবকিছুর শেষ আছে, যেকোনো কর্মের যেমন আছে শেষ পরিনতি। মানুষ সেই দিনগুলি দেখতে চায়না।
কিন্তু কি বলবো, প্রকৃতি তাঁর খেলা যেভাবে জারি রাখে সেখানে আপনার প্রাপ্য ফল আপনাকে দেবেই আজ নয়তো কাল সময়ের ঋণ ঠিক একদিন পরিশোধ হবে।
অতএব, আপনি যা কিছু করেন না কেন সেটা আপনার স্বচ্ছ জীবনে যেনো কালিমার দাগ না লাগে সেটিই হবে আপনার জীবনের প্রকৃত চিন্তা।
loading...
loading...
সব শান্তিই যে সুখের হয়না সেটা মানুষের জীবন থেকে শিক্ষা নিতে হয় এখানে কাউকে বোঝানোর মতো কিছু নেই যার যার প্রয়োজনেই মানুষ শিক্ষাগ্রহণ করে।
loading...
কোট করছি। মানুষ যত কম বুঝবে তাঁর চিন্তাধারার পথ ততটাই সহজ হবে। হিসাব করে যদি জীবন না চলে তাহলে বেহিসাবি হয়ে জীবন পার করাটাও আরও ভয়ঙ্কর।
loading...
বোঝা না বোঝার সঠিক অধ্যয়ন পরামর্শ জানলাম কবি দা। শুভেচ্ছা রইলো আপনার জন্য।
loading...
আমি সবসময় একটু কমই বুঝে থাকি। আর খুব কম কথা বলতে পছন্দ করি। তারপরও বোঝা না বোঝার সঠিক অধ্যয়ন নিয়ে লেখা পড়ে আরও কিছু অভিজ্ঞতা অর্জন হয়ে গেল। ধন্যবাদ অজস্র ।
loading...
খুব বেশি হিসেব করে চলিনা; আগেও না এখনও না! ভালো মন্দ বিচারের জন্য সার্বজনীন মানদন্ডের বাইরে নিজস্ব মানদন্ডও অজান্তেই সেট করে নিয়েছি। কোনটা বেছে নেব তারজন্য তাৎক্ষণিক জাজমেন্ট এপ্লাই করি; যুদ্ধক্ষেত্রের মত।
জীবন তো যুদ্ধক্ষেত্রই!
loading...
শুভেচ্ছা বখতিয়ার মামীম।
loading...
ধন্যবাদ শামীম।
loading...
স্বচ্ছ জীবনে যেনো কালিমার দাগ না লাগে সেটিই হবে জীবনের প্রকৃত চিন্তা।
loading...
❤️ধন্যবাদ আর শুভেচ্ছা জানবেন প্রিয়জন❤️
loading...