কবিতা

কবিতা

যদি তুমি ঈশ্বরের মানবিক রূপ দেখো
তবে তুমি বুঝবে,
সে কোনও ঈশ্বর নয়।

ঈশ্বর হলো আমাদের এই
মহাজাগতিক সৃষ্টির নাম
যদি সেই সৃষ্টির রূপ কোনও মানবীয় হয়।
তবে তুমি জানবে,
সে কোনও ঈশ্বর নয় কোনও দিন ছিলো না।

কোনও মানবকে
যদি তোমরা ঈশ্বর জ্ঞান করো
তবে, সেদিন থেকেই
মৃত্যুবরণ করবে তোমার মনের ঈশ্বর।

ঈশ্বর কোনও অস্তিত্বের নাম নয়
অস্তিত্বহীনতাই বলতে পারেন অজানা ঈশ্বরকে।

বরং তোমরা
নিজেদের দিকে লক্ষ্য করো
এই শরীর,
এই অস্তিত্ব, অস্থিমজ্জা
এই সমৃদ্ধ দেহাবশেষ।

হাত, পা, অঙ্গপ্রত্যঙ্গ
শিরা উপশিরা নিশ্চয়ই
কোনও অজানা ব্যাখ্যার আবর্তে ঘূর্ণন নয়।

ওই মহান শূন্যের দিকে তাকাও
ওই মহান নক্ষত্রের দিকে তাকাও
সমৃদ্ধতম ওই তারকারাজির দিকে দৃষ্টি ফেরাও

সমৃদ্ধশালী ছায়াপথের দিকে তোমাদের সামান্য মেধা শক্তিকে কাজে লাগাও
বিস্তার হওয়া ব্রহ্মাণ্ডের দিকে অধ্যায়ন করো।

ছোট বড় জানা অজানা
এই মহাজাগতিক জীবনের দিকে তাকাও

আর, তাকিয়ে দেখো তোমার দিকে
তোমার আশেপাশে
তোমার ভাবনা নির্ভাবনা সত্তার দিকে।

এসবই জানান দেয় কোনও এক অস্তিত্বের
যে, অস্তিত্ব এতোটাই সমৃদ্ধ যে,
এই নস্যি মানব সভ্যতার কাছে
যার কোনও চাওয়া পাওয়া নাই।

নভেম্বর ২৪, ২০১৮

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ০টি) | ৪ জন মন্তব্যকারী

  1. শাকিলা তুবা : ১০-০৩-২০১৯ | ২২:৫৯ |

    ভালো লিখেছেন কবি শামীম। 

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ১০-০৩-২০১৯ | ২৩:০২ |

    সমৃদ্ধতম ওই তারকারাজির দিকে দৃষ্টি ফেরাও … সমৃদ্ধশালী ছায়াপথের দিকে তোমাদের সামান্য মেধা শক্তিকে কাজে লাগাও; বিস্তার হওয়া ব্রহ্মাণ্ডের দিকে অধ্যায়ন করো। নস্যি মানব সভ্যতার কাছে যার কোনও চাওয়া পাওয়া নাই।

    __ গ্রেট ক্রিয়েশন কবি শামীম বখতিয়ার।

    GD Star Rating
    loading...
  3. সৌমিত্র চক্রবর্তী : ১০-০৩-২০১৯ | ২৩:০৭ |

    চমৎকার শামীম ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
  4. রিয়া রিয়া : ১০-০৩-২০১৯ | ২৩:১৪ |

    ঈশ্বর হলো আমাদের এই
    মহাজাগতিক সৃষ্টির নাম
    যদি সেই সৃষ্টির রূপ কোনও মানবীয় হয়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...