আপনার কাছে একটি প্রশ্নঃ
ফেব্রুয়ারী১৭,২০১৯। বিকালঃ ৪:১৫মি.
•প্রশ্নটি কি?
•প্রশ্নটি কী আপনি বুঝেছেন?
•প্রশ্নটি সম্পর্কে আপনার নূন্যতম ধারণা আছে কি?
•প্রশ্নটি আপনার আয়ত্তের বাইরে?
•প্রশ্নটি আপনার জন্য যদি হয় তবে সেই প্রশ্নের উত্তর দেওয়াটা আপনার জন্য বাধ্যতামূলক কি?
•প্রশ্নটির উত্তর না দিতে পারলে আপনার ইগো হার্ট হবে কি?
•আচ্ছা আপনার যদি সেই প্রশ্নের উত্তর অজানা হয় তবে আপনার কি করা উচিৎ?
•প্রশ্নটি না বুঝেও প্রশ্নটির উত্তর দেয়া আপনার জন্য কতটা জরুরী?
•প্রশ্নটিকে আপনি কিভাবে নিবেন খুব স্বাভাবিক নাকি অস্বাভাবিক?
•প্রশ্নটির গুরুত্ব সম্পর্কে আপনার অভিব্যক্তি কি হতে পারে?
•প্রশ্নটির উত্তর দেওয়া আপনার কাছে কতটুকু গুরুত্বপূর্ণ?
•প্রশ্নটি জেনে প্রশ্নের উত্তর আবিষ্কার করবেন নাকি আপনার মতো করে একটি যেমন তেমন উত্তর দিবেন?
আর যাই বলেন প্রশ্নের উত্তরের মধ্যেই আপনার জ্ঞান দর্শন লুকিয়ে আছে সেটা আর আপনাকে বারতি ভাবে বলতে হবেনা।
তবে আমরা বেশিরভাগ সময় প্রশ্ন না বুঝে উত্তর দেয়ার প্রয়াস করে থাকি; কিন্তু তাঁর আগে আমাদের বোঝা উচিৎ হয়যে, আমাকে যে প্রশ্নটি করা হয়েছে তাঁর যথাযথ উত্তর খুঁজে বেড় করা।
আমরা সবসময় আমাদের নিজেদের অদূরদর্শী নীতির ভুলত্রুটিগুলো কি তা একটুও খুঁজে দেখিনা বলে আমাদের ভুলগুলো কি তা খুঁজে বেড় করিনা।
তবে আপনি কি অবগত; আপনি কি জানেন এই নীতিতে চললে আপনি নিজেকে বেশিদূর নিয়ে যেতে পারবেন না?
নিজেকে তুলে ধরার জন্য আপনার যথেষ্ট সময় যদি থেকে থাকে তাহলে আপনাকে অবশ্যই আপনার সেই নিকটতম সময়ের মধ্যে নিজেকে গড়ে তুলতে হবে তুলে ধরতে হবে।
নিজেকে অন্যের কাছে তুলে ধরার মধ্যে জগতে যে স্বাধীনতা তা আপনাকেই তৈরি করতে হবে।
তবে আমরা আমাদের নিজেদের প্রজ্ঞা সম্পর্কে যতক্ষণ পর্যন্ত ওয়াকিবহাল না হই ততক্ষণ পর্যন্ত এই সমস্যার জাল আপনাকে চারদিকে থেকে ঘিরতেই থাকবে।
অতএব এই প্রশ্নটি আবিষ্কার হয়েছে যেখানে- সেখানে আপনার জরুরী প্রশ্নটিকে আপনার সমার্থক শব্দ দিয়ে সঠিকভাবে বুঝে নেয়া।
তবেই তো সেই প্রশ্নের সঠিক উত্তর আপনার ভিতরে আবিষ্কৃত হবে।
তবে প্রশ্নটি কী সেটাকে না বুঝে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করাটাকে নির্বুদ্ধিতা ছাড়া কিছু নয়।
এই সমস্যার সমাধান যাঁর যাঁর অবস্থানে থেকে নিজেকে সমাধানের পথ তৈরি করাই হলো একজন প্রকৃত মানুষের প্রথম দায়িত্ব।
এই দায়িত্বশীল আচরণ যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি নিজেকে তুলে ধরার বিন্দু মাত্র সুযোগ পাবেন না।
অতএব প্রশ্নটি কী আগে সেটি জানা দরকার তারপর প্রশ্নের উত্তর। একটি প্রশ্নের সঠিক ও যথাযথ উত্তর আবিষ্কারের মাধ্যমেই সেই প্রশ্নের সঠিক সমাধানে পৌঁছা যায়।
loading...
loading...
সমস্যার সমাধান যাঁর যাঁর অবস্থানে থেকে নিজেকে সমাধানের পথ তৈরি করাই হলো একজন প্রকৃত মানুষের প্রথম দায়িত্ব।
loading...
আমরা সবসময় আমাদের নিজেদের অদূরদর্শী নীতির ভুলত্রুটিগুলো কি তা একটুও খুঁজে দেখিনা বলে আমাদের ভুলগুলো কি তা খুঁজে বেড় করিনা।
loading...
আপনার লিখায় জীবন দর্শন যেমন পরিচ্ছন্ন তেমনি থাকে আলোর নির্দেশনাও।
loading...
বেশ লাগল—–
loading...