খোলা জানালা

জানুয়ারী ২,২০১৯
খোলা জানালা।

নিজেকে জিজ্ঞাসা করুন আপনি স্বাধীন না পরাধীন থাকবেন। বদলে যাবেন নাকি বদলে দিবেন।
আপনার ভ্রুণ যদি কোটি কোটি কীটের সাথে যুদ্ধ করে জয়ী হয়ে পৃথিবীর বুকে পা রাখতে পারে তাহলে আপনার দ্বারা নিশ্চয়ই কিছু করে দেখানো সম্ভব। আপনি যদি এখনই হাল ছেড়ে দেন তাহলে কিভাবে হবে।

আপনি যদি এখনই দুর্বল হোন তাহলে কিভাবে চলবে। আপনার সকল প্রতিবন্ধকতা আপনাকেই নস্যাৎ করতে হবে। অতএব আপনি প্রস্তুতি নিন নতুনভাবে আপনার শক্তি সামর্থ্য ইচ্ছা অনিচ্ছা এখনও ফুরিয়ে যায়নি।

জীবন প্রগতিশীল পৃথিবী ও তাই আপনার পথটি ভঙ্গুর হতে পারে বিস্তৃত সাগর থাকতে পারে নদী মহানদী থাকতে পারে কিন্তু কঠিন নয় পারাপার অসম্ভব নয়। বুদ্ধি খাটান একটু একটু করে পদক্ষেপ গ্রহণ করুন। আপনার সাফল্য সময়ের ব্যাপারমাত্র।

মানুষ পূর্নাংগ স্বাধীন নয়। পরিবার থেকে সমাজ থেকে কিম্বা রাষ্ট্র থেকে। তবে মানুষ পূর্নাংগ স্বাধীন হয়ে নিজের আত্ম নিয়ন্ত্রন নিতে পারে যদি সে তাঁর চিন্তাধারা বুদ্ধিমত্তা ও সহনশীলতার পূর্ন ফায়দা নিতে পারে।

মানুষ তাঁর নিজের প্রতি গভীর আস্থা দেখাতে পারলেই যে সমাজ বা রাষ্ট্রের বিরুদ্ধে যাবে তা নয়। আসলে মানুষের উচিৎ নিজের প্রতি আস্থা অর্জন করা। নিজের স্বাধীন বুদ্ধিমত্তার সাফল্য অর্জন করা।

নিজের চেতনাবোধের প্রতি অগাধ বিশ্বাস স্থাপন করা। তবেই বদলে যাবে সব তবেই বদলে দেয়া যাবে সমাজ রাষ্ট্রের কিম্বা পরিবারের নির্মিতব্য একেকটি অশুভ দেয়াল। ভঙ্গুর চেতনাবোধ নিয়ে জগৎ বদলানো যায়না।

পৃথিবী প্রতিনিয়তই তাঁর রূপ বদলায় মানুষ পরিবর্তনশীল পরিবর্ধনশীল আজ আপনি যদি মন্দকে ভালোর গুন দিয়ে বদলে দিতে পারেন সভ্যতা আপনাকেই মনে রাখবে।

সুন্দর সৃজনশীল সৃষ্টিই পারে সুন্দর পৃথিবী গড়ার শ্রেষ্ঠ ভুমিকা পালন করতে মানুষতো উছিলামাত্র। চিরস্থায়ী সবুজের মধ্যে আপনার নামটি যদি অক্ষর বিন্যা‌সের মাধ্যমে সৃজিত হয় তবেই মানবের মুক্তির পথ সুগম হবে তাই বলবো বদলে যান বদলে দিন।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ০টি) | ৪ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৪-০১-২০১৯ | ১৯:৪২ |

    জীবন প্রগতিশীল পৃথিবী ও তাই আপনার পথটি ভঙ্গুর হতে পারে বিস্তৃত সাগর থাকতে পারে নদী মহানদী থাকতে পারে কিন্তু কঠিন নয় পারাপার অসম্ভব নয়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  2. রিয়া রিয়া : ০৪-০১-২০১৯ | ২০:৪৮ |

    মানুষ পূর্নাঙ্গ স্বাধীন নয়। পরিবার থেকে সমাজ থেকে কিম্বা রাষ্ট্র থেকে। তবে মানুষ পূর্নাঙ্গ স্বাধীন হয়ে নিজের আত্ম নিয়ন্ত্রণ নিতে পারে যদি সে তাঁর চিন্তাধারা বুদ্ধিমত্তা ও সহনশীলতার পূর্ণ ফায়দা নিতে পারে। সত্য কথা কবি শামীম বখতিয়ার দা।

    GD Star Rating
    loading...
  3. সৌমিত্র চক্রবর্তী : ০৪-০১-২০১৯ | ২১:০৩ |

    অসাধারণ আলোচনা। মুগ্ধ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  4. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ০৫-০১-২০১৯ | ২১:৩২ |

    * সুন্দর… 

    GD Star Rating
    loading...