মানুষের মন বুঝতে হলে তাঁকে তাঁর নিজের উপর ছেড়ে দাও তবে তাঁর হাল ছেড়না। তুমি যদি বুঝে থাকো সে ভুল করছে তবুও তাঁর অদৃষ্টের উপর ছেড়ে দাও ভুল করুক এবং ভুল থেকে শিক্ষা নিক। সংশোধন না হওয়া পর্যন্ত তাঁকে নজরে রাখো। দেখো নতুন কোনো বড়ো ধরনের ভুলের মধ্যে জড়িয়ে যাওয়ার আগে সাবধান করো যখন সে তাঁর ভুল বুঝতে পারবে সে নিজেই ক্ষমা চেয়ে নেবে।
জিদ মানুষকে মুহুর্তের মধ্যে নিঃস্ব করে। দুজনের মধ্যে যখন তৃতীয় ব্যক্তির আবির্ভাব ঘটবে সেখানে সম্পর্ক নামক বন্ধনে তিক্ততা তৈরি হয়। শেষ পর্যন্ত সেই সম্পর্কে মরিচীকা বাসা বাঁধে।
তাই প্রত্যেকটি সম্পর্কে বিশ্বাস থাকাটা জরুরী। আজ তুমি তাকে যেভাবে দেখছ সেটাকে তাঁর জীবনযাপনের প্রকৃত রূপ ভাবতে পারো।
তোমার কাছে যা গল্প আরেকজনের কাছে সেটাই বাস্তবতা হতে পারে এই জন্য যদি তাঁর সবকিছু অবিশ্বাস্য মনে হয় তবে তুমি ভুল করছ।
মানুষ যখন তৃতীয় মাত্রার জালে আটকা পড়ে তখন তাঁর মধ্যে সবকিছুই ধুম্র ধোঁয়াশা লাগে। আসলে সে বুঝতেই পারেনা কি হারাতে যাচ্ছে। বিনিময়ে কি পেতে যাচ্ছে। প্রত্যেকটি সিদ্ধান্ত নিজের বিবেক আর বিবেচনা বোধ থেকে নেয়া উচিৎ।
অহংকার জিদ মানুষের জীবনে অহেতুক। এইসব অহেতুক মনোভাবনা দিয়ে সত্যকে আড়াল করা হয়। জিদ অহংকারে যদি সাফল্য থাকতো তাহলে পৃথিবীর ইতিহাস নতুনভাবে লিখা হতো।
অহেতুক জিদ সম্পর্কের প্রকৃত বন্ধনকে ছোট করে দেয়। বিস্তৃত পৃথিবী একটি মানুষের কাছাকাছি থেকে সংকীর্ণ হয় দূরে চলে যায় যার পরিণতি হয় বিভাজন। কিছু সম্পর্ক হয় এ্যামিবার মতো। যা সৃষ্টি থেকে বিস্তৃতি লাভ করে তুমি যদি প্রজননে বিশ্বাসী না হও তাহলে তোমাকে বিভাজনেই আস্থাশীল হতে হবে।
অথচ তোমাকে বিশ্বাসে আস্থাহীন না হয়ে বিবেক বিবেচনায় আস্থাবান হওয়ার কথা। আমি বিশ্বাস করি প্রত্যেকটি মানুষ বিশ্বাস দিতে পারেনা। প্রত্যেকটি মানুষও রাখতে পারেনা বিশ্বাসের মর্যাদা।
তুমি যদি বিশ্বাসের বদলে সন্দেহপ্রবণ হও তবে তোমাকে সুসংগত ভাবা যাবেনা। সুস্থ মানুষরা সুস্পষ্ট থাকে সুসম্পর্ক বজায় রেখে।
সন্দেহপ্রবণরা বাহানা খোঁজে নতুনভাবে জাল বিস্তার করে তাঁর মুল উদ্দেশ্যে পৌঁছানোর। আসলে উদ্দেশ্য হওয়া উচিৎ সমীচীন। উদ্দেশ্য হওয়া উচিৎ অনৈক্যের বিরুদ্ধে নৈতিক কিম্বা নৈকট্যের।
জীবন কোনো পরজীবী আগাছা নয়। আজ তোমার প্রাপ্তিযোগ থেকে যে দিন চলে যাবে আগামীকাল হয়তোবা সেদিন আর আসবে না। ঘরের আসবাবপত্র ভেঙ্গে গেলে নতুনভাবে গোছানো যায় নতুনভাবে তৈরি করা যায়। সম্পর্ক ভেঙ্গে গেলে জোড়াতালি দিয়ে আবারও একত্রিত হতে পারে কিন্তু মন ভেঙ্গে গেলে বিশ্বাস ভেঙ্গে গেলে আস্থা হারিয়ে গেলে আর কোনোদিনই পাওয়া যায়না।
তাই বলবো বিশ্বাস করো। যে তোমার প্রতি বিশ্বাস স্থাপন করতে পেরেছে তাঁকেই তুমি ভালোবাসো যে তোমার ভালোবাসার মর্যাদা দিতে জানে।
এই পৃথিবী সত্যাগ্রহদের জন্য আরামপ্রদ না। এই পৃথিবী মিথ্যুক আর প্রতারকদের জন্য অভয়ারণ্য। সবচেয়ে বড়ো কথা সত্য সবাই নিতে পারেনা।
সত্য যাঁর নিকট অধরা তাঁর কাছে প্রত্যেকটি সত্য হেয়ালি মনে হবে হাস্যকর মনে হবে সন্দেহজনক মনে হবে দুর্বোধ্যতাকে পুঁজি করে পরিচ্ছন্ন পথ আবিষ্কৃত হয়না।
দুর্বোধ্যতাকে পুঁজি করে সুখী জীবনের সংজ্ঞা খুঁজে পাওয়া যায়না। প্রকৃতরা সবসময় আস্থার মর্যাদা দেয়।
স্বপ্ন যদি গভীর হয় ঘুমিয়ে থাকাটা অবাস্তব মনে হবে। আমি বাস্তবতা বিশ্বাসী মানুষ। আমি জেগে থেকে যা পরিকল্পনা করি বাস্তবে তাঁর একটি রূপরেখা তৈরি করি।
তা নিয়ে আলোচনা করি। আমি মানুষ; আমার মুখমণ্ডল যেমন উন্মুক্ত আমার চিন্তাধারা ও তেমনি মুক্ত, স্বচ্ছ। তুমি আমাকে স্বচক্ষে যা দেখছো দূর থেকে তাঁর বিপরীত না।
তাইতো আমি নিরন্তর পৃথিবীর একজন ভূপাতিত লক্ষ্যভেদী মানুষ। আমার অলক্ষ্যে বয়ে চলে মিশরের নীল নদ আমার চোখের মধ্যে বয়ে চলে চিনের হুয়াংহ নদী তবুও মানুষ জেগে উঠে অলক্ষ্যের লক্ষ্যে।
এভাবেই একদিন মানুষের বিবেকের মুক্তি ঘটে। এই পথ চলতে চলতে একদিন শেষ হবে। যখন ক্লান্ত শরীর নিয়ে কোথাও বসে পড়বে আর জীবনের লাভক্ষতির হিসাব করবে তখন তুমি ঠিক ধরতে পারবে এই জিদ অহংকার তোমাকে কি দিয়েছে তুমি কি পেয়েছ আর কি পাওনি।
নভেম্বর ১৭, ২০১৮।
loading...
loading...
"প্রত্যেকটি সম্পর্কে বিশ্বাস থাকাটা জরুরী। আজ তুমি তাকে যেভাবে দেখছ সেটাকে তাঁর জীবনযাপনের প্রকৃত রূপ ভাবতে পারো।" ___ সত্য বাণী প্রিয় শামীম।
loading...
"জিদ মানুষকে মুহূর্তের মধ্যে নিঃস্ব করে "
তবুও জেদটাই প্রবল হয় ।
loading...
গুরুত্ব বাহী লিখাটির পুরো বক্তব্য কোট করার মতো। ধন্যবাদ দাদা।
loading...
অহংকার জিদ মানুষের জীবনে অহেতুক। এইসব অহেতুক মনোভাবনা দিয়ে সত্যকে আড়াল করা হয়। জিদ অহংকারে যদি সাফল্য থাকতো তাহলে পৃথিবীর ইতিহাস নতুনভাবে লিখা হতো।
loading...