তুমি না থাকলে
জন্ম নেবে না আমার শ্রেষ্ঠ শিল্প।
তুমি না থাকলে
জন্ম নেবে না আমার প্রিয় গল্প।
তুমি না থাকলে
পার্কের দৃশ্য দেখে উচ্ছ্বাস হবেনা হাসি।
তুমি না থাকলে
মধুর রসে বলা হবে না ভালোবাসি।
তুমি না থাকলে
আলোকিত ঘর বদ্ধ গুমোট।
তুমি না থাকলে
এই মহারণের পার্টিটাই হবে বৃথা।
তুমি না থাকলে
হাজার মানুষের ভির ঠেলে ফেরার জায়গা নাই।
তুমি না থাকলে
এলোমেলো জীবন অগোছালো।
তুমি না থাকলে
চারপাশের রং ফিকে হয়ে আসে।
তুমি না থাকলে
ধুসর আকাশটা কখন যে অন্ধকারে ছায়াপথ।
তুমি না থাকলে
শক্তি দিয়ে বাঁধিতে পারিনা আমি
তুমি না থাকলে
ভালোবাসাবাসি শুধুই শূন্যতা।
তুমি না থাকলে
জোর করে তাঁর পাবোনা পূর্ণতা।
_____________________
আগস্ট ২৫,২০১৮
সময়: দুপুর ২:৪০মি. বগুড়া থেকে ঢাকার পথে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
তুমি না হলে অনেক কিছুই হতো না। লিখাটি দারুণ একটি গীতিকাব্য হতে পারে।
শুভ সকাল প্রিয় শামীম। ঈদ মোবারক।
loading...
খুউবি সুন্দর হয়েছে লেখাটা।
loading...
* সুন্দর…
loading...
বেশ ভাল লাগল
loading...