অপরাধীর সেবাদাতা প্রতিষ্ঠান, অপরাধী ও ভুক্তভোগি জনগণ কি উপভোগ করবে? ভুক...

অপরাধীর সেবাদাতা প্রতিষ্ঠান, অপরাধী ও ভুক্তভোগি।
জনগণ কি উপভোগ করবে ?
ভুক্ত ভোগি কি এদেশের জনগণ নয় ? নাগরীক নয়?

যাহারা ধর্ষকগংদের এরেস্ট করতে বিরত আছেন যাহারা টাকার ব্যাগ দিয়ে ধর্ষনকে সমর্থন করছেন চেপে যাওয়ার বাসনায় মন চনমন করছেন তাহাদিগের পরিবারের কোনো মাইয়া “বউ মেয়ে মা ” ধর্ষন হইলে কতোটা দ্রুত ধর্ষকগং এরেস্ট হইতেন বলে আপনি মনে করেন ?

মজার ব্যাপার হইল পুলিশ এখনো শনাক্ত করতে পারে নাই ধর্ষকরা কোথায় আছে !!!
আসলে মজাটা তখনই হইত যখন দেখতাম পুলিশ পরিবারের কেও ধর্ষন হইছে …

মজা দেখতাম আমিন জুয়েলার্স এর মাইয়া বউ ধর্ষন হইলে
মজা দেখতাম ওই এমপির মাইইয়া বউ ধর্ষন হইলে
মজা দেখতাম ওই ব্যবসায়ীর মাইইয়া বউ ধর্ষন হইলে।

(কোনধরণের বিপদে কেউ পড়ুক তা আমার কাম্য নয়)
তুলে ধরার জন্য ক্ষমা প্রার্থী

যাহারা অর্থের বিনিময়ে অপরাধীকে বাঁচানোর যুদ্ধে নামে তাহাড়া কতোটা উদ্গ্রীব হয়ে আসামীকে ধরার তোরজোর শুরু হতো। সেটাও দেখা যেতো।

প্রত্যেকটি অপরাধের শাস্তি হওয়া উচিৎ। টাকার বিনিময়ে কোনো অপরাধের সাজা হবেনা সেটা হতে পারেনা। তাহলে আপনি বিচারের যোগ্যতা রাখেন না।

আইনের পোশাকের মর্যাদা রাখতে পারলেন না। আইন যদি ন্যার্য্যভাবে অপরাধের শাস্তি দিতে না পারে তাহলে সে আইন না মানাইই মহৎ কাজ হবে। বরং অপরাধীকে শাস্তি আপনি দিতে পারেন।

আপনি দুর্বল কিংবা ক্ষমতাসিন হোন সেটা বড় কথা নয়। আপনার সাথে অপরাধ হয়েছে আপনি অবশ্যই তাকে শাস্তি দেয়ার এখতিয়ার রাখেন।

যাহারা ভাবছেন অপরাধ করে পার পেয়ে যাবেন তাদের বিবেচনাবোধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবশ্যই কেউ একজন জেগে উঠবে আর যখন সেইই একজন জেগে উঠবে তখন চারপাশের কেও আর বসে থাকবে না। তৈরি হয়েই পথে নামবে। তখন আঁতাতকারী আর অপরাধী যেই হোক রক্ষা নাই।

অতএব আইনের লোক ও অপরাধী সাবধান।
সময় এখনো ফুরিয়ে যায়নি তাদের বিচারের আওতায় নিন।

বিচার পাবার অধিকার সবার আছে। আইনের সাহায্য পাবার অধিকার সবার আছে। জনগণের টাকায় ভাত খেয়ে জনগণের টাকায় পোশাক পড়ে জনগনের টাকায় পাওয়া ছাদের নীচে থেকে অপরাধীর সাথে হাত মিলিয়ে আঁতাত করা বন্ধ করুন।

মনে রাখবেন
যায় দিন ভালো আর আসে দিন খুবই খারাপ খুবই ভয়ঙ্করও হতে পারে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১০-০৫-২০১৭ | ১৪:৪৪ |

    যায় দিন ভালো আর আসে দিন খুবই খারাপ খুবই ভয়ঙ্কর হতে পারে।
    হতে পারে নয় … হবে। ‘৭১ এর চেতনা আমাদের রাষ্ট্রযন্ত্রকে পুরোপুরি বিভক্ত করেছে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gif

    GD Star Rating
    loading...