চল্লিশ [রূপক] পেরিয়ে গেল আর কদিনই বা বাকি !
অদ্ভুত যৌবন বেলা, ছেড়ে এসেছি
বিশটি বসন্ত হয়েছে, এখন কি অদ্ভুদ মুখোচ্ছবি
শরীরের মধ্য অনেক ভাজ
দৃঢ় দৃষ্টির চোখ দুটো এখন থেকে
থেকে ভুল দেখে-
কেঁপে কেঁপে উঠে প্রগতির দীপ্ত হাত
যে হাত সম্মান জানানোর জন্য বরাবর
মিলিয়েছে আরেক হাতে।
যে হাত বিশটি বসন্তধরে কলম ধরেছে …
প্রকৃতির জন্য, অপরাধীর বিরুদ্ধে ;
প্রেমিকার জন্য, পুঁজিবাদের বিরুদ্ধে ;
ন্যায়ের জন্য, অন্যায়ের বিরুদ্ধে।
খুনের বিরুদ্ধে খুনির বিরুদ্ধে অন্ধকার রাজনীতির বিরুদ্ধে …
অথচ বয়ে গেছে সুদীর্ঘকাল
হায়, নদী ভেঙ্গে গড়েছে আরেক নদী
বৃক্ষ কেটে রোপিত বৃক্ষ।
মানুষের মৃত্যু হয়ে জন্ম নিচ্ছে শিশু।
সম্পর্ক ভেঙ্গে তৈরি হচ্ছে সম্পর্কের মিলিত বন্ধন।
পৃথিবীর এই উন্মুক্ত সবুজাভ সৌন্দর্য
নষ্ট হয় ধীরে ধীরে আবার উঠেছে গড়ে।
আমাদের স্বপ্নগুলো বিদ্ধস্ত স্নোফলের ভিতরে
যখন কুয়াশাচ্ছন্ন মেঘ অন্ধকার গলি
থেকে বাইরে এসে আলোকে গ্রাস করে।
আমরা তখন উষ্ণ করিডোর ধরে হাটতে
হাটতে ভুলে যেতাম হিমাঙ্কের ভয়।
চল্লিশটি বসন্ত পেরিয়ে এসে এখন ভীষন ক্লান্ত
শরীরের বিদ্রোহ মনের আকুতি পথের বিপত্তি ভেঙ্গে
তবুও এগিয়েছে সময় এগিয়েছে প্রকৃতি এগিয়েছে জীবন।
যেখানে যেভাবে যতোটুকুই আছি
ভালো মন্দের সকল হাওয়ায় ভাসতে ভাসতে
পারি দেয়া এই পৃথিবীর পথ-
১৯.৩.১৭, সকাল।
loading...
loading...
সুন্দর কবিতা
loading...
আমাদের স্বপ্নগুলো বিদ্ধস্ত স্নোফলের ভিতরে
যখন কুয়াশাচ্ছন্ন মেঘ অন্ধকার গলি
থেকে বাইরে এসে আলোকে গ্রাস করে …
সেখানেই সম্পর্ক ভেঙ্গে তৈরী হয় সম্পর্কের মিলিত বন্ধন। গুড জব।
loading...
বেশ ভাল লেগেছে পড়তে।
loading...