শিরোনামহীন ঘৃণা

ঘৃণ্য ঘৃণিত অপরিমিত হৃত

গন্ধে ছন্দে তপোবন পুলকিত

অবনত আমি ঘৃণার আকরে

ভালবাসা কি থাকে এই বৃক্ষ কোটরে !

প্যালিওলিথিক থেকে ঘৃণা ও ভালোবাসা

গান্ধারা লগ্নে উকি দিয়ে গেল আশা

মধ্যলগ্নে ঘৃণার হানাহানি

দেবদেবীর তরে বলিদানে ভ্যুলোক ঋণী

নত হও দেবগন , সীমিত কর নিধন প্রাণী

এইসকল মানব বৃক্ষ বন্যপ্রাণীকূল

ঘৃণায় ভাসায় গোপনে , ভালোবাসার ছলে দানে ফুল

তবুও বঞ্চিত আমি ক্ষুব্দতা প্রকাশি একান্তে

ভালোবাসা ও ঘৃণার যৌথ মল্লারে প্রলম্বিত দিনান্তে ।।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৯-০৬-২০১৭ | ২১:১১ |

    প্রথমত : শিরোনাম … শিরোনামহীন ঘৃণা … শিরোনাম আনকমন লেগেছে।
    দ্বিতীয়ত: লিখার শব্দ অথবা বাণী মিল লিখাটিতে অনন্য এক মাত্রা যোগ করেছে।

    “তবুও বঞ্চিত আমি ক্ষুব্দতা প্রকাশি একান্তে
    ভালোবাসা ও ঘৃণার যৌথ মল্লারে প্রলম্বিত দিনান্তে।”

    ___ তৃতীয়ত : সব মিলিয়ে চমৎকার হয়েছে বলা যায়। অভিনন্দন মি. আজিজ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...