নৈঃশব্দের অতলান্ত-সুখে আমি সাঁতরাতে চাই
সুখ-সাঁতারকাটে যেমন পাখপাখালি-সবুজ
ওরাওতো মানুষের মতো বাঁচে-মরে, খেটে খায়
বড় হয় ক্রমশ বাড়ায় বংশক্রম;
তার কতটুকুই বা দেখে আমাদের চর্মচোখ?
ওদের নিয়ত ভাঙ্গাগড়ার নন্দিত সংগ্রাম
কখনো কি ঘটায় আমাদের সুখের ব্যাঘাত!
অথচ এখানে হার্টবিটবাড়ায় শব্দদূষণ
সকাল-সন্ধ্যা, নিশুতিরাত অহরহ প্রতিদিন–
আমরা সয়ে যাচ্ছি ক্ষয়ে যাচ্ছি হয়ে যাচ্ছি