লেখকের লিখায় অতিরঞ্জিত কথাবার্তা না থাকলে উত্তম লিখা নিশ্চিত হবে তা। লিখা ওটাই, যে লিখা হৃদয়ে বাড়ায় প্রশস্ততা, আনে প্রাণবন্ততা এবং প্রকৃত পক্ষে দেয় সত্য দীক্ষা। লিখায় পাঠকবৃন্দ চায় বর্ণনার সত্যতা। উত্তম লিখা দ্বীন ও দুনিয়ায় যেন নিশ্চিত করে পরম উপকার।
লেখকের লিখার অভ্যন্তরে সত্য সন্ধানের পূর্ণ ইঙ্গিত অবশ্যই থাকে হবে। লিখায় পাঠক এবং পাঠিকা বৃন্দ যেন জানতে পারে এ দ্যুলোকে-ভূ্লোকে কল্যাণ হবে কি উপায়ে। এমন লিখা লিখলাম বা পড়লাম যা বাড়ায় না যেন মানুষ অন্তরে হীনতা, নোংরামি, নগ্নতা ও ভ্রষ্টতা।
বসন্তের দুরন্তপনা অবশ্যই লিখায় বর্ণিত না হলে, লিখা হলো না উত্তম লিখা। বেদনা চিত্র সুস্পষ্টরূপে ফুটে উঠবে উত্তম লিখায়। রাজাশন বা সিংহাসন পরিচালন ব্যবস্থায় সুশাসন প্রক্রিয়া বর্ণিত হলে ঐ লিখা অবশ্যই প্রকৃত লিখা।
উত্তম লিখায় শান্ত-কোমল জ্যোৎস্নারাশি, গ্রহ-তারা মনোজগতে ভাবিয়ে তুলবে মহান প্রভুর সৃষ্টি সম্পর্কে অশেষ ব্যাকুলতা। তবেই তো লিখা হবে যথোপযুক্ত লিখা। ভাষালংকার, বাকপটুতা ও ভাষা প্রয়োগের নিপুণতা নিয়ে যেন ফুটে উঠে লিখা। লিখা, আরো উত্তম হবে তখন, যখন লেখকের লিখার বর্ণনায় নিশ্চিত হবে পবিত্রতা। লিখা পড়ে অন্তরের কালিমা দূর হওয়া চাই। এই মর্মে লিখায় ফুটে ওঠে যেন লিখার মূল সুর।
loading...
loading...
আসসালামু আলাইকুম আঙ্কেল। লেখা, আরো উত্তম হবে তখন, যখন লেখকের লেখার বর্ণনায় নিশ্চিত হবে বিশুদ্ধতা।
loading...
আঙ্কেল আসসালামু আলায়কুম। বেশ কয়েকদিন ছিলাম না।
loading...
ভাষালংকার, বাকপটুতা ও ভাষা প্রয়োগের নিপুণতা নিয়ে যেন ফুটে উঠে লিখা।
এমনটাই আমাদের সকলের প্রত্যাশা। সুন্দর পোস্ট।
loading...
ধন্যবাদ বন্ধু
loading...