১
বঙ্গবন্ধুর দেয় স্বাধীনতার ঘোষণা শুনে,
মুক্তিসেনারা ঝাঁপিয়ে পড়ে যুদ্ধ ময়দানে!
ওঁরা মুক্তিযুদ্ধের জন্য হয়েছিলো ব্যাকুল,
ওঁরা দেশ রক্ষার জন্য হয়েছিলো আকুল।
নিজেরাই স্বতঃস্ফুর্তভাবে নেয় যুদ্ধের প্রস্তুতি,
উদ্দেশ্য- স্বাধীনতা অর্জণ করে আনবে সুখ্যাতি।
২
দেখেছিলাম পাকিস্তানি সেনাদের নির্যাতন!
দেখেছিলাম কী ভাবে মুক্তিসেনারা যুদ্ধময়দানে
করেছিলো অশেষ ধৈর্য ধারণ এবং দেশ
রক্ষায় করেছিলো পণ!
একাত্তরের যুদ্ধের