দেশপ্রেম এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাটা, মানুষের আদিম এবং মৌলিক প্রবৃত্তিগুলোর একটি। প্রতিটি মানুষের মধ্যেই এটা সুস্পষ্ট। দেশের জন্য অথবা অরাজকতার বিরুদ্ধে কথা বলার জন্য, কোন দল বা নেতার সম্মতির দরকার হয়না এবং মানুষ কারো হুকুমের জন্য অপেক্ষাও করে না।
দেশপ্রেম বা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর স্বভাবটা কোন দল বা নেতার কাছে বন্ধকও রাখা হয়নি। গর্জে উঠো বাংলাদেশ, রুখে দাঁড়াও বাঙালী আরো একবার।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
কোন অন্যায়ে গর্জে উঠতে বা রুখে দাঁড়াতে বাঙ্গালী ভুলে গেছে মি. যাযাবর সাজ্জাদ। আমরা এখন তন্দ্রাচ্ছন্ন। আপদ একেবারে পায়ের কাছে একমাত্র শেকল বন্দী না করা পর্যন্ত আমাদের আবেগ বিবেকের দরজায় শব্দ হয় না। সরি বাংলাদেশ।
loading...
যারা ব্রিটিশ এবং পাকিস্তানীদের তাড়ালো তাদের সন্তানেরা স্বদেশী শোষক কে চেয়ে চেয়ে দেখছে। এটা এই জাতির জন্য খুবই লজ্জার মুরুব্বী। কিন্তু খুব বেশি হলে দুই কি আড়াই বছর, এরপর স্বৈরাচার নাটকের চিরন্তন দৃশ্য, "প্রাণভিক্ষা চাইবে এবং পাবেনা। "মিলিয়ে নিয়েন, ম্যাক্সিমাম আড়াই বছর।
loading...
গর্জে উঠো বাংলাদেশ, রুখে দাঁড়াও বাঙালী আরো একবার।
loading...
সুমন ভাই,
যারা ব্রিটিশ এবং পাকিস্তানীদের তাড়ালো তাদের সন্তানেরা স্বদেশী শোষক কে চেয়ে চেয়ে দেখছে। এটা এই জাতির জন্য খুবই লজ্জার। কিন্তু খুব বেশি হলে দুই কি আড়াই বছর, এরপর স্বৈরাচার নাটকের চিরন্তন দৃশ্য, "প্রাণভিক্ষা চাইবে এবং পাবেনা। "মিলিয়ে নিয়েন, ম্যাক্সিমাম আড়াই বছর।
loading...
অন্যায়ে চাই প্রতিবাদ। আর কিছু নেই। প্রতিবাদ ছাড়া দাবি আদায় সম্ভব নয়।
loading...
সৌমিত্র দাদা,
যারা ব্রিটিশ এবং পাকিস্তানীদের তাড়ালো তাদের সন্তানেরা স্বদেশী শোষক কে চেয়ে চেয়ে দেখছে। এটা এই জাতির জন্য খুবই লজ্জার । কিন্তু খুব বেশি হলে দুই কি আড়াই বছর, এরপর স্বৈরাচার নাটকের চিরন্তন দৃশ্য, "প্রাণভিক্ষা চাইবে এবং পাবেনা। "মিলিয়ে নিয়েন, ম্যাক্সিমাম আড়াই বছর।
loading...
দেশপ্রেম বা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর স্বভাব পুনর্প্রতিষ্ঠিত হোক।
loading...
ধন্যবাদ রিয়া দেবী,
যারা ব্রিটিশ এবং পাকিস্তানীদের তাড়ালো তাদের সন্তানেরা স্বদেশী শোষক কে চেয়ে চেয়ে দেখছে। এটা এই জাতির জন্য খুবই লজ্জার । কিন্তু খুব বেশি হলে দুই কি আড়াই বছর, এরপর স্বৈরাচার নাটকের চিরন্তন দৃশ্য, "প্রাণভিক্ষা চাইবে এবং পাবেনা। "মিলিয়ে নিয়েন, ম্যাক্সিমাম আড়াই বছর।
loading...
আশায় স্বপ্নকে বেঁধে রাখি।
loading...
একটু দোয়া করেন সন্ন্যাসিনী, তাহলেই হয়ে যাবে।
যারা ব্রিটিশ এবং পাকিস্তানীদের তাড়ালো তাদের সন্তানেরা স্বদেশী শোষক কে চেয়ে চেয়ে দেখছে। এটা এই জাতির জন্য খুবই লজ্জার মুরুব্বী। কিন্তু খুব বেশি হলে দুই কি আড়াই বছর, এরপর স্বৈরাচার নাটকের চিরন্তন দৃশ্য, "প্রাণভিক্ষা চাইবে এবং পাবেনা। "মিলিয়ে নিয়েন, ম্যাক্সিমাম আড়াই বছর।
আপনার মন কি বলে?
loading...