স্বচ্ছ সুনীল আকাশ, নীলজল
নোঙ্গর করে ঝাউবন ছুঁয়ে
দারুচিনি দ্বীপে।
মাতাল ঢেউ নীলজল ছুঁয়ে
ঝিলমিল বালুকাবেলায়
আছড়ে পরে।
কিছু গাঙচিল উড়ে
দূরের স্রোতে নোঙ্গর করে,
উত্তাল তরঙ্গে বিলাসে।
শ্রাবণের বৃষ্টি ভেজা রাত
ঝাউবন ছুঁয়ে অন্ধকার নামে।
মহাসমুদ্র ছুঁয়ে আলো-
আধারের মিছিল।
প্রবালের বুকে শীতল প্রবাহ
ঢেউ উল্লাস, প্রবল স্রোত
কেয়াবন স্পর্শ করে
রাজ্যের সব অন্ধকার
মুক্তার মতো চিকচিক করে
নক্ষত্র বিলাস।
নব যাতকের মতো
স্বচ্ছ জল ছুঁয়ে।
নিয়ন্ত্রণহীন উল্লাস।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
যথার্থ ও নিখুঁত প্রকাশ ।
loading...
গুড জব কবি।
loading...
ভাল কবিতা।
loading...