প্রিয় মৌমিতা,
এক গুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা যেনো। কেমন আছো তুমি? অনবরত আমাকে ভুলে। অনেক সুখের নদীজলে সাঁতার কাটছো বুঝি। তোমার সুখ গুলো আমার কাছে হিরের টুকরোর মতো। তুমি আরাম আয়েশ করো, সুখ সুধায় হারাও, আমি তাই কামনা করি।
মৌমিতা, যে দিন তোমার শেষ চিঠি পেলাম সে দিন থেকে আমি যেন কেমন হয়ে গেছি। লাল গোলাপ দেখলেই ও স্থানে আর দাঁড়াতে পারি না, তোমাকে খুঁজতে থাকি, গোলাপের পাঁপড়িতে। রজনীগন্ধার সুভাস নাকে এলেই তোমার বাড়ীর উঠানে পায়চারি করি। যুগ যুগ ধরে তোমার জন্য অপেক্ষার প্রথম পরশে ফিরে যাই। বৃষ্টির শীতল জলে কাক ভিজে জড়িয়ে হেঁটেছি মেঘনা নদীর তীরে, সেই হারানো দিন গুলোতে ফিরে যাই। তুমি কি সত্যিই আমাকে ভালবাসনি?
অভিনয় করে গেছো আমার সাথে, নাটক, সিরিয়ালের নায়িকার মতো। সত্যিই তুমি সব পার, তুমি তো আমার নায়িকা। তোমার জন্য বকুল তলার ঘুঘু পাখি গুলো অপেক্ষা করে প্রতিদিন, সকাল-সন্ধ্যা সাঁঝ বেলায়। আমার বিরহের সাথী হয় পাখি গুলো। তুমি চলে গেলেও ওরা আমার বিরহের গল্প শুনে রোজ রোজ। সেই হিজলের লাল ফুল গুলো মলিন হয়ে ঝরে পড়ে বিরহের বিকেলে। আমি চেনা পথের পথিক ঠাঁয় দাড়িয়ে থাকি তোমাকে দেখবো বলে, আর তুমি আমার কথা ভুলে দূরের কোন পথে হাট।
আমি তোমাকেই ভালোবেসে নিঃসঙ্গ একাকী দুঃখের প্রবল স্রোতে ভেসে ভেসে তোমাকেই খুঁজি। আর তুমি? সুখে থাকো তুমি প্রিয়া। যদি তোমার কখনও সময় হয় এক পলক চোখ বুলিয়ে যেও। তোমাকে দেখার সাধ অপূর্ণ। তোমাকে দেখবো অপলক দু’নয়নে, প্রজাপতি যেমন ফুলের পাঁপড়িতে অভিরাম চোখ বুলিয়ে যায়, আকাশ যেমন মাটির সাথে মিতালি করে, আমি তোমায় ভালোবেসে।
ক্লিক : শান্ত চৌধুরী। সূর্যের প্রস্থান।
loading...
loading...
আপনার অভিমান ভরা চিঠিটি হৃদয় ছুঁয়ে গেলো শান্ত ভাই। খুবই সুন্দর লিখেছেন।
loading...
ধন্যবাদ কবি ।
loading...
বিরহের চিঠিটি পড়লাম মি. শান্ত চৌধুরী। আশা করি ভালো থাকবেন।
loading...
ধন্যবাদ দাদা
loading...
প্রাণ জুড়ানো চিঠি পড়লাম শান্ত ভাই। ভালোবাসাময় ভালোবাসা নিন।
loading...
ধন্যবাদ দাদা
loading...
দারুণ দাদা ভাই। এমন লেখা চলুক নিয়মিত। পড়বো।
loading...
ধন্যবাদ আপু
loading...
চিরকুটে আরো আবেগ জড়াতে হবে,পত্রের শুরুতে শুভেচ্ছা জানাতে পারেন। তবে বিরহ ১ চিঠি ভালো লাগার মতই ভালো।
loading...
ধন্যবাদ
loading...
ভালো লিখেছেন ভাইজান।
loading...
ধন্যবাদ ভাই
loading...
সুন্দর লিখা।
loading...
ধন্যবাদ
loading...
মুগ্ধ হলাম।
loading...
ধন্যবাদ
loading...