বুক পকেটে তাজা গোলাপ,
হাতে বকুল ফুলের মালা,
দাঁড়িয়ে ছিলাম তোমার জন্য,
বিকাল অব্দি সন্ধ্যা বেলা।
বুকফাটা দুপুরে,কাঠফাটা গরমে,
এসেছিলাম আমি পায়ে হেটে,
তোমার একটু দেখা পাবো বলে।
হারাতে চেয়েছিলাম তোমার নীল চোখে,
হারিয়েছি আমি বেদনার সাগরে।
পথের বাঁকে সেই যে গুলমোহর গাছ,
আর নেই জানি অহংকারের দাবি নিয়ে।
ফিরে গেছে যত নামহীন পাখিরা,
তোমার না আসার অভিযোগ দিয়ে।
ভালবাসা বুঝি এমন-ই পাথর চাপা কষ্ট,
রেখে গেলে শুধু না আসার স্মরণ খানি।
অক্ষিদ্বয়ে ভিড় করে ক্লান্তিরা,
আবছা লাগে প্রতিশ্রুতির ছাপ।
বসন্ত শেষে আবার সন্ধ্যা হলে,
চাঁদের আলোয় ফিরবে কি আমার টানে?
পাতায় পাতায় আজ শুধুই কানাকানি,
দিন শেষে ফিরবেনা তুমি জানি।
সময়ের স্রোত হয়তো আমার বিপরীতে,
স্রোতের টান শেষ হলেই ,
সময় আমার অনুকূলে।
অপেক্ষা আমার পুরনো বন্ধু,
স্রোতের টান শেষ হবে বলে।
ছবি: ফেসবুক ছবিয়াল গ্রুপ থেকে সংগ্রহ।
২৫ শে মে, ২০১৯ রাত ১১:৪০
loading...
loading...
কবিতা সংযোজন চমৎকার কবি শাহাদাত হোসাইন ভাই।
loading...
ধন্যবাদ প্রিয় সুমন ভাই,মন্তব্য বুজে পেলাম।
loading...
অসাধারণ…..
loading...
ধন্যবাদ।
loading...
বসন্ত শেষে আবার সন্ধ্যা হলে,
চাঁদের আলোয় ফিরবে কি আমার টানে?
নিশ্চয়ই ফিরবে মি. শাহাদাত হোসাইন। আপনার জন্য শুভকামনা।
loading...
ধন্যবাদ প্রিয়,ভালবাসা জানিবেন,আশারা একদিন খুন হবে।
loading...
শুভেচ্ছা জানালাম কবি।
loading...
ভালবাসা জানিবেন প্রিয় লেখিকা।
loading...
বাহ্বা কবি শাহাদাত হোসাইন ভাই। ভালোবাসা ভালোবাসা।
loading...
আহা,,,,,কবি বলে কেন যে লজ্জা দিচ্ছেন মশাই? তারপরেও ভালবাসা জানিবেন।
loading...
অভিনন্দন প্রিয় কবি দা।
loading...
ওপার বাংলার মানুষরা খুব লজ্জা দেয়। অকবিকে কবি কেন বলছেন দিদি?
loading...
ভালো লিখেছেন ভাই।
loading...
ধন্যবাদ প্রিয়।
loading...
ছবি ও কবিতা দুটোই ভালো লেগেছে। শুভকামনা রইলো।
loading...
ধন্যবাদ প্রিয় কবি, মন্তব্য ও পাঠে কৃতজ্ঞ আপনার তরে।
loading...
ফিরে গেছে যত নামহীন পাখিরা,


তোমার না আসার অভিযোগ দিয়ে।
ভালবাসা বুঝি এমন-ই পাথর চাপা কষ্ট,
রেখে গেলে শুধু না আসার স্মরণ খানি।
loading...
ধন্যবাদ প্রিয় নব পাঠক। শুভেচ্ছা ও ভালবাসা জানিবেন রাশি রাশি।
loading...
মন ছুঁয়ে গেল।
loading...
ধন্যবাদ মাহমুদুর রহমান সাহেব। ভালবাসা জানিবেন সর্বত্রে।
loading...
বেশু সুন্দর লেখা। ভাল লাগা রেখে গেলাম।
loading...
ধন্যবাদ প্রিয় নব পাঠক,ভালবাসা জানিবেন। ভালবাসা ফেরত দিবো আপনার পোস্টে।
loading...