মোবাইল দিয়েই ছবি ও ভিডিও চিত্র সম্পাদনা বা এডিটিং? কথাটা শুনতে অবাক হলেও এখনকার স্মার্টফোনে মিলছে এই কাংখিত সুবিধা। সময়ের প্রয়োজনে হাতের মুঠোফোনকে প্রযুক্তিসম্পন্ন সেবা দিতে উদ্যোক্তা বা কোম্পানীগুলো তৈরি করছেন বিশেষ সফটওয়্যার বা অ্যাপস। কম্পিউটার বা মোবাইল হচ্ছে হার্ডওয়্যার বস্তু। এটিকে সুন্দরভাবে পরিচালনার জন্য ইনপুট করতে হয় সফটওয়্যার। তাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে আরও বিকাশমান করতে মোবাইল ফোনকে কম্পিউটার ভার্সন করা হচ্ছে।
ইতিমধ্যে মাইক্রোসফট মোবাইল পাওয়া যাচ্ছে। এসব মোবাইলে কম্পউটারের মতো উইন্ডোজ ব্যবহার করে করা যাচ্ছে কম্পিউটারের মতোই কাজ। তাই এই অংশে মোবাইল ব্যবহারকারীদের জন্য নিয়ে আসলাম কিভাবে মোবাইলে সহজেই ভিডিও ও ছবি এডিটিং করে আকর্ষনীয় রূপ নেয়া যায়। শখের ফটোগ্রাফি কিংবা ভিডিও গ্রাফিই হোক না কেন, তা যদি নিজের মতো করে নিজের হাতেই সম্পাদনা করা যায় সে আনন্দ হয়ে উঠে সীমাহীন।
যারা সংবাদপত্রে বা সাংবাদিকতায় পেশায় নিয়োজিত আছেন, তারা এখন ক্যামেরার স্থলে ভালো মানের মোবাইল অর্থাৎ স্মার্টফোন ব্যবহার করছেন। আপনি কি জানেন? মোবাইলই এখন অল ইন ওয়ান! একের ভিতর অনেক!! মোবাইল ঘিরে আজ জার্নালিজম, ব্যাংকিং, ই-শপ, বিল পেমেন্ট, তথ্য আদান প্রদান, অডিও, ভিডিও, মাল্টিমিডিয়া, ইন্টারনেট, ইমেল, ভিডিও কনফারেন্স, লাইভ, ইবুক, অনলাইন, সোস্যাল নেটওয়ার্কিং যাবতীয় কর্ম সম্পাদন করা হচ্ছে এই মোবাইল প্রযুক্তির মাধ্যমে।
সংবাদমাধ্যমের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ছবি ও ভিডিও সম্পাদনা। ছবি ও ভিডিও চিত্রের মাধ্যমে সংঘটিত ঘটনার আলোকচিত্র প্রদর্শনে বাস্তবতা তুলে ধরা হয়। তাই প্রচলিত সংবাদমাধ্যমের বিকল্প গণমাধ্যম হিসেবে মোবাইল জার্নালিজম অর্থাৎ মোবাইল সাংবাদিকতার ক্ষেত্রে তাৎক্ষনিক ঘটনার ছবি ও ভিডিও মোবাইলে সংগ্রহ করা সম্ভব। সংগৃহিত ছবি বা ভিডিও মোবাইলে ধারণ করা হলেও এটার এডিটিং বা সম্পাদনার প্রয়োজন হয়ে পড়ে। যেমন-মোবাইলে তোলা ছবিটির রেজ্যুলেশন, কালার সেটিং, কাটিং ঠিক করতে প্রয়োজন হয় এডিটিং এর। ঠিক এরকম ভিডিও চিত্রের ক্ষেত্রে।
ভিডিওটির কতটুকু অংশ দর্শকের সামনে তুলে ধরা হবে তার সময় নির্ধারণ, ভিডিও করার সময় হয়তো খন্ড খন্ডভাবে ধারণ করা হয়। সেটা কিভাবে এডিটিং এর মাধ্যমে ক্রপ বা কাটিংয়ের মাধ্যমে খন্ডখন্ড অংশগুলো একত্র করে একটি ভিডিও চিত্র করাই হচ্ছে সম্পাদনার কাজ। এক্ষেত্রে যারা মোবাইলে ছবি ও ভিডিও চিত্র করে থাকেন তাদের জন্য সুসংবাদই বলা যায়। আর যারা মোবাইল দিয়েই সংবাদমাধ্যমের কাজ সম্পন্ন করছেন তাদের জন্য এখন স্মার্টফোন বা টার্চ এন্ডুয়েড মোবাইল ফোনগুলোতে ফটোশপ অ্যাপস ব্যবহার করে এসব কাংখিত কাজগুলো করে দ্রুত সংবাদমাধ্যমপ্রেরণ করতে পারবেন এবং কাংখিত প্রয়োজনীয় কাজ করে রাখতে পারবেন।
স্মার্টফোনে ছবি তোলার জন্য যে ক্যামেরা রয়েছে তার চেয়ে অতিরিক্ত হাই রেজু্লেশন ক্যামেরার বিভিন্ন সফটওয়্যার বা অ্যাপস রয়েছে। এসব ক্যামেরায় তোলা ছবিগুলো তাৎক্ষনিকভাবে এডিটিংয়ের মাধ্যমে আকর্ষনীয় করে তোলা যায়। আসুন দেখা যাক অ্যাপস দিয়ে ভিডিও ও ছবি এডিটিং করার দুটি প্রয়োজনীয় অ্যাপস বা সফটওয়্যার
ভিডিও এডিটর : InShot Inc
ভিডিও এর জন্য ইনশট In Shot Inc নামের একটি ভিডিও এডিটিং অ্যাপসটি চমতকার। অ্যাপসটি দিয়ে Video Editing, Music, Cut, Text, Crop, None Crop, Blur, Emoji ব্যবহার করে ভিডিওটি আকর্ষনীয় করে তুলতে পারবেন।
Photo Editor New Version 2017
যাঁরা ছবি সম্পাদনা করতে জানেন না বা ফটোশপ শিখতে আগ্রহী তাঁদের জন্য এ অ্যাপটি দারুণ কার্যকর হবে। এই ফটোশপ অ্যাপসটি দিয়ে ফটোশপের চমৎকার কিছু কাজ করা যাবে। অ্যাপসটিতে রয়েছে stickers, effect, enhance, frames, overlays, vignette, crop, focus, orientation, lighting, color, bluch, sharpness, splash, draw, text, redeye, whiten, blemish, and blur, blush, lipstick, concealer, mascara, blusher অনেক কিছু।
https://play.google.com/store/apps/details?id=com.photoeditor.newversionns
এছাড়া এখনকার স্মার্টফোনগুলোতে অটো সিস্টেমের ফটো এডিটর হিসেবে বিউটি প্লাস দেয়া রয়েছে। মোবাইলে ছবি তুলে ছবিটি বিউটিতে ক্লিক করে আকর্ষনীয় করে তোলা যায়। প্রয়োজনে গুগল প্লে স্টোরে গিয়ে Photo/Image Editor লিখে সার্চ করলে চলে আসবে। এজন্য ইন্টারনেট ডাটা অবশ্যই থাকতে হবে। বিশেষ করে দিন যতই যাচ্ছে ততোই স্মার্টফোনগুলোতে রূপ দেয়া হচ্ছে কম্পিউটার ভার্সন। যার কারণে স্মার্টফোনগুলোকে বলা হচ্ছে মিনি কম্পিউটার।
তবে সংবাদমাধ্যমে মোবাইল প্রযুক্তি ব্যবহারে প্রফেশনাল জার্নালিস্ট হিসেবে কাংখিত ফলাফল উপহার দিবে নিশ্চিত। অল ইন ওয়ান অর্থাৎ যার হাতে একটি স্মার্টফোন রয়েছে তার আর দ্বিতীয় উপাদান হিসেবে ল্যাপ্টপ, ডেক্সটপ ও আলাদা কোন ক্যামেরার প্রয়োজন পড়বে না। যেখানেই ঘটনা, সেখান থেকেই তাৎক্ষণিকভাবে তৈরি করা যাবে যেকোন সংবাদ। আর সে সংবাদ পৌছে দেয়া যাবে কাংখিত স্থানে। আজ মোবাইল দিয়েই কাজ সারা যাচ্ছে সব কিছু।
উদ্যোক্তা ও চেয়ারম্যান
মোবাইল জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (মোজাব)
loading...
loading...
সুন্দর পোষ্ট।
অবেকেরই কাজে আসবে। আমি প্রোডাকশন হাউসের সাথে জড়িত। আমার কাজে আসবে। ধন্যবাদ আপনাকে।
loading...
আধুনিক সব প্রযুক্তিতে যতটা পারা যায় কাজে লাগানো উচিত।
প্রফেশনাল হতে চান এমনদের জন্য তো অবশ্যই। উদ্যোগ সফল হোক। ধন্যবাদ।
loading...