বিদীর্ণ সময় // রুকসানা হক

শৈশবে হারানো মার্বেলের মতোই বিদগ্ধ কষ্টে
এ শীতেই অধিকার হারালাম।
তাই গেলো রাতের গভীর অন্ধকারটুকু ভিক্ষায় পেয়ে
রিপু করা দুঃখগুলো বিছিয়ে রেখেছিলাম দক্ষিণের জানালায়।

কুয়াশায় ভেজা কাঁচের গায়ে বোলতার বিষ পুঁতে
শহরের এই বিষাক্ত রাতকে পুষেছি খুব মমতায়,
জানি দলছুট কান্নাগুলোর কোন স্বর্গ, নরক থাকে না,
কেবলই কিছু মরণযন্ত্রনার কামড় থাকে কলিজা বরাবর।

যে পাখিটার ডানার গভীরে তুমি নদী এঁকেছিলে,
আমি সে নদী হবার আকাঙ্খায় মেঘ চুমুকে ধূসর হয়েছি,
পূণ্যতার অন্তর্জালিকায় গাঁথা চোখের কোণে নুনের স্তরকে গাঢ়তর করেছি,
অসংখ্য প্রাকগল্পের নির্জলা সত্যটুকু তুলে ধরার প্রয়াসে বিবেকের কাছে বারবার হেরে গেছি।
তবুও আমার বিনিদ্র রাতকে মুড়িয়ে রেখেছি জলের প্রবাহে।

তোমাকে বুঝতে দেইনি কিছুই।
আমি জানতাম আমার ঠুনকো অধিকারের কাঁচখানি বোলতার বিষে নীল হবে,
মার্বেল হারানো দুঃখগুলো আবার ঝলসে উঠবে এমনি এক বিদীর্ণ সময়ে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ১টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০২-০২-২০২০ | ১৮:৪৬ |

    কমপেক্টলি আপনার কবিতার স্বয়ংসম্পূর্ণতা বরাবরই অসাধারণ মানের হয়। আমি কবিতা বোদ্ধা নই; তারপরও আপনার কবিতাকে আমি সম্মান সমীহের দৃষ্টিতে দেখি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
    • রুকশানা হক : ০২-০২-২০২০ | ১৯:১৩ |

      ধন্যবাদ আপনাকে শ্রদ্ধেয়। ভালো থাকুন সবসময়, শব্দনীড়কে বাঁচিয়ে রাখুন।       

      GD Star Rating
      loading...
  2. ফয়জুল মহী : ০২-০২-২০২০ | ২০:৩৬ |

     দারুণ এক অনুভুতি ,বেশ ভালো লাগলো ।  

    GD Star Rating
    loading...