তোমার ভেতরে চোখ পড়তেই এক পুরোনো ভৌতিক কবরস্থান ভেসে উঠলো
চার পাশে ঘন জঙ্গল
মধ্যদুপুরেও গভীর অন্ধকার।
তোমার ভেতরে কোনদিনই আলো পৌঁছেনি
নিঃসীম অন্ধকারে ঢাকা বিষন্ন কিছু কবর,
সেখানে স্তূপ স্তূপ যন্ত্রণাগুলো ঢিবির মতো উঁচু হয়ে আছে,
কোথাও আবার গভীর খাদ
জরায়ু ছিঁড়ে আসা মৃত শিশুদের মতো করুণ।
তোমাকে খুলতে গিয়ে চোখে পড়ে
ভৈচালে ধ্বসে পড়া দালানের নিরন্ন কংক্রিটের ক্ষত
ভাঙাড়ীর ঠেলায় অযাচিত চ্যাপা টিনের টুকরো।
তোমার ভেতরে নিয়তই কবরস্থ হয় ভালবাসার দগ্ধ চিত্রকল্প।
রমনীর নাভীমূলের কী বীভৎস মাজার তোমার ভেতর গাঁয়ে,
তোমাকে খুঁড়লেই উঠে আসে প্রত্নতাত্ত্বিক ক্ষিধে,
তুমি নিজের অভ্যন্তরে পুষে রেখেছো
কত নির্ঘুম কান্নার শ্লোক
কত রুদ্ধদ্বার বিলাপ।
তোমার ভেতর থেকে উত্থিত কয়লার মতো
উঠে আসে কাতারে কাতার কঙ্কাল
ক্রমশ রুদ্ধ করে দেয় ভালবাসার সবকটি কপাট,
পৃথিবী কেঁপে ওঠে দাহিত চিৎকারে।
তোমাকে খুঁড়তে গিয়ে
ভয়ঙ্কর মিথ্যে খুঁজে পাই,
দুপায়ে মাড়ানো ফুলের চিৎকার শুনি
“ওহ্ বিধাতা আমি খসে পড়ছি
প্রাগৈতিহাসিক রাত্রির গহবরে,
কালো কালো উচ্চকিত মৃত্যুর ইশারায়।”
loading...
loading...
লম্বা একটি বিরতির পর আপনার কবিতা পড়ার সুযোগ হলো। আমার কাছে ভালো লেগেছে। শুভেচ্ছা রইলো আপনার জন্য আপা।
loading...
আপনাকেও শুভেচ্ছা। একটানা ব্লগে বা ফেইসবুকে থাকা সম্ভব হয় না। ভালো থাকুন সবসময় ।
loading...
তোমার ভেতরে নিয়তই কবরস্থ হয় ভালবাসার দগ্ধ চিত্রকল্প।
সুন্দরতম উপমার মিশ্রণে কবিতাটি উপভোগ্য। শুভ সন্ধ্যা কবি।
loading...
শুভ সকাল । অনেক ধন্যবাদ আপনাকে ।
loading...
কবিতায় মুগ্ধ হলাম কবি বোন রুকশানা হক।
loading...
ধন্যবাদ দাদা ।আপনার লিখাগুলো মিস করি ।
loading...
আপনার কবিতার সৌন্দর্যে আমি সবসময়ই মুগ্ধ হই দিদি ভাই। প্রণাম।
loading...
ধন্যবাদ দিদিভাই । সবসময় উপস্থিত থাকতে পারি না। তোমার লিখাগুলো খুব মিস করি ।
loading...
সুন্দর কবিতা।
loading...
অনেক ভালবাসা আপু ।
loading...
ভালো কবিতা নিঃসন্দেহে।
loading...
ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকুন ।
loading...
কবিতার জয় হোক কবি।
loading...
অনেক ধন্যবাদ আপনাকে। শুভকামনা নিরন্তর।
loading...
* অসাধারণ….
loading...
শুভেচ্ছা আপনাকে ।ভালো থাকুন।
loading...
একজন দক্ষ কবির কবিতা পড়লাম,কবিতার প্রত্যেকটি লাইন ছিলো চরম পর্যায়ের আবেগী কথামালার খেলা।
loading...
মেঘ প্রিয় বালকের কবিতাও প্রিয় হয়, আর আমার কবিতা হয় ধন্য। শুভেচ্ছা আপনাকে ।
loading...
তোমাকে খুঁড়তে গিয়ে
ভয়ঙ্কর মিথ্যে খুঁজে পাই,
দুপায়ে মাড়ানো ফুলের চিৎকার শুনি
“ওহ্ বিধাতা আমি খসে পড়ছি
প্রাগৈতিহাসিক রাত্রির গহবরে,
কবিতায় শব্দেরা কথা কয়। সত্যি অসাধারণ লিখা।
loading...
আমার শব্দের মিলন মেলায় আপনাকে স্বাগতম ।অনেক ধন্যবাদ।
loading...