পিছু ফিরে চাইবো না
যাবার বেলায়, মন তবু
বারেবার ফিরে ফিরে চাবে
তোমার চোখের পানে।
সুখের হাসিটি জড়িয়ে
মুখে, খুব করে কেঁদে নেবো
বুকে আঁধার ঘনিয়ে এলে।
তারপর একদিন ফুরোবে
চোখের জল। পলি জমে
যাবে আমাদের স্মৃতির উপর।
সুফলা মাটির মতোন
ফলবে ফসল আমাদের
উপকূলে। পাল তুলে নাওয়ে
উজান বেয়ে দু’জনেই একা
ফিরে যাবো বারেবার আমাদের
ফেলে আসা মোহনার অন্তমিলে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
পাল তুলে নাওয়ে
উজান বেয়ে দু’জনেই একা
ফিরে যাবো বারেবার আমাদের
ফেলে আসা মোহনার অন্তমিলে।
অসাধারণ অনুভবের সম্মিলন। ঈদ মোবারক কবি।
loading...
দারুণ লেখা
loading...
তারপর একদিন ফুরোবে

চোখের জল। পলি জমে
যাবে আমাদের স্মৃতির উপর।
বেশ সুন্দর লেখা

শুভকামনা থাকলো

loading...