“ভালো আছি” বললেই
ভালো থাকা যায়না রে মন।
যখন ভাবনারা টুপটাপ ঝরে পড়ে,
স্বপ্নগুলো রয়ে যায় অধরা,
না বলা কথা আর হয়না
বলা জনমে জনমে।
তখনও পাখির পালকের মতোন
ভেসে ভেসে
ভালো থাকো তুমি মন?
কাহারে বোঝাও সেকথা?
কিছু বেদনা পাঁক খায় বুকের মোচড়ে,
চোখে ফুটে ওঠে কিছু যন্ত্রণা।
ওষ্ঠে তখনও হাসির সুধা মেখে
কারে কি বলো গোপনে তুমি সখা?
প্রাণের পরে প্রাণ রেখে
জেনেছি যে কথা,
কোনো ধোঁয়াশাই তারে
করেনি আড়াল,
তোমারই বোঝা হয়ে
ওঠে নাই জানি তা।
তবু আমাকেই কেন বোঝাতে
চাও বলো তুমি সেই মিথ্যা?
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
“ভালো আছি” বললেই ভালো থাকা যায়না। ___ অসীম এই অনুভব কবি।
loading...
বেশ ভালো লাগলো ।
loading...