কান্নার রঙ ধুয়ে গেলে
পড়ে থাকে কিছু বেদনা।
তারা বড় ব্যথা দেয় প্রাণে।
মিছে মনে হয় চেনা চারপাশ।
এযেন এক মুহুর্মুহু জ্বলতে
থাকা অগ্নিবলয়, লাভার বিচ্ছুরণে
পুড়ে যাওয়া সবুজ গ্রামের প্রেতাত্মা। যেখানে প্রেম ছিলো,
ছিলো জলের নহরের মতোন
অনিবার সুখের ধারা, হাসিমুখ ছবি।
সন্ধ্যা ফুরোলে তারা যেন
ডুবে যায় আঁধারের সাথে দিনের
আলোর মতোন। কিছু চুপচাপ
ধুলো শুধু পড়ে থাকে অনাহুত
এক অচেনা পথের ধারে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
যেখানে প্রেম ছিলো,
ছিলো জলের নহরের মতোন
অনিবার সুখের ধারা, হাসিমুখ ছবি।
শুভ কামনা সতত

loading...
এ যেন এক মুহুর্মুহু জ্বলতে থাকা অগ্নিবলয়, লাভার বিচ্ছুরণ।
পুড়ে যাওয়া সবুজ গ্রামের প্রেতাত্মা। যেখানে প্রেম ছিলো, ছিলো জলের নহর।
loading...
কবির উপলব্ধি ও বোধের সরল প্রকাশ আমায় মুগ্ধ করেছে।
প্রীতিময় শুভেচ্ছা ও ভালবাসা –
loading...