মেঘস্নানে এসো বালিকা তুমি
এসো বৃষ্টি নুপূর পায়ে,
এসো বিজলীর মনিহার পরে
জোছোনার শাড়ী গায়ে।
তারাদের ফুল খোঁপায় গুজে
চোখে আঁধারের কাজল,
দু’ফোটা অশ্রু চোখের কোলে
হৃদয় কুসুম কোমল।
জলছবি নদীর নাকছাবি পরে
ঝোড়ো বাতাসের উত্তরীয়,
গাঙের ঢেউ থেমে যায় যদি
কাছে তারে ডেকে নিও।
ডেকে নিও তুমি অশোকের বনে
কৃষ্ণপক্ষ রাতে,
ঘোর ভাঙ্গে যদি মুনিয়ার ডাকে
আজান ভোরের প্রাতে।
যদি নাই ডাকো একলাই যাবো
মেঘমল্লারে বেজে,
সে সুরের তানে উঠবে তুমিও
ফুলপল্লবে সেজে।।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
"যদি নাই ডাকো একলাই যাবো মেঘমল্লারে বেজে,
সে সুরের তানে উঠবে তুমিও ফুলপল্লবে সেজে।" শুভকামনা আপা।
loading...
ডেকে নিও তুমি অশোকের বনে
কৃষ্ণপক্ষ রাতে,
ঘোর ভাঙ্গে যদি মুনিয়ার ডাকে
আজান ভোরের প্রাতে।
সুন্দর বাণী কবি আপা। একটা বিষয় খেয়াল করলাম, প্রথম দিকের কিছু লেখায় আপনার প্রতি-মন্তব্য রয়েছে। এখনকার বেশ কিছু কবিতায় একদম নেই। কেন আপা?
loading...
অভিনন্দন কবি রোখশানা আপু।
loading...
ফ্রেমে বন্দী করে রাখার মতো কবিতা কবি বোন।
loading...
সুন্দর প্রিয় কবি দিদি ভাই।
loading...
শুভেচ্ছা নেবেন আপা।
loading...
* চমৎকার ভাবনার প্রকাশ….


loading...
প্রকৃতির আবরণে সুপ্ত প্রতিভা বিকশিত কবি
loading...