স্বপ্নে সেদিন ভোরবেলা
মা এলেন অনেক
দিনের পরে।
আগের মতোই টলটলে
মুখে মায়াবী সরল
চাহনি, আগলে আছে
অস্তিত্ব আমার।
বাবা যেন আশেপাশেই
আছেন, টের পেলাম তার
থাকাটা। আমি ছিলাম
ব্যস্তসমস্ত অকাজের
কোনো কাজে।
আমায় ডেকে ডেকে
ক্লান্ত হয়ে অবশেষে
মা চলে গেলেন।
কোথায় গেলেন?
অবাক হয়ে দেখলাম,
দূরত্বের বেড়াজাল পার
হয়েও তাকে দেখতে পাচ্ছি
অবিকল আমি।
অভিমানে ডুকরে বলি,
“আমাকে না নিয়ে
চলে গেলা মা তুমি?”
মৃদু হাসলেন জননী আমার।
তখুনি জেগে উঠে দেখি,
মন খারাপের রঙ নিয়ে
মেঘলা সকাল পড়ে
আছে আমারই পদপ্রান্তে।
________________
( দুদিন আগের স্বপ্নে এমনি করেই মা ছুঁয়ে গেলেন আমায়।)
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
সুন্দর প্রকাশ
loading...
মা'কে নিয়ে সুখস্মৃতি। সুন্দর হয়েছে কবিতাটি।
loading...
বাবা যেন আশেপাশেই আছেন। আমায় ডেকে ডেকে ক্লান্ত হয়ে অবশেষে মা চলে গেলেন। জীবনে আমাদের যাদের যাদের প্রযোজন সবচে' বেশী, তারাই নাই হয়ে যায়।
loading...
এমন স্বপ্ন আমিও মাঝে মাঝে দেখি আপু। ভীষণ মিস করি আমার হারানো সময়।
loading...
তখুনি জেগে উঠে দেখি,
মন খারাপের রঙ নিয়ে
মেঘলা সকাল পড়ে
আছে আমারই পদপ্রান্তে।
* কবির জন্য শুভ কামনা….
loading...
শুভেচ্ছায় সমবেদনা কবি বোন।
loading...
ভাল লিখেছেন প্রিয় কবি দিদি ভাই।
loading...