ডেঙ্গু নিয়ে কমবেশি আতঙ্কিত আমরা দেশের প্রায় সবাই এবং এই দুষ্ট পাজি হতচ্ছাড়া এডিস মশা আমাদের রক্ত খেয়ে রোগ ছড়িয়ে শুধু প্রাণনাশের কারণই হচ্ছে না, ইট-কাঠের নাগরিক জীবনে আমাদের অনেক শখের সবুজের সমাহার ফুল-ফলের টবগুলোকেও করেছে প্রশ্নবিদ্ধ। তাদের চয়েসে ডিম পাড়ার আরো স্থান তো আছেই। তা না, এক্কেবারে গাছপ্রেমীদের কলিজায় হাত!
এডিস মশার ডিম থেকে জমাট বাঁধা স্বচ্ছ পানিতে লার্ভার জন্ম হয়। কিন্তু তারো কয়েকমাস আগে এরা নিয়মিত পানির সংস্পর্শ পায় এরকম জায়গায় ডিম পেড়ে রাখে। যেহেতু টবে নিয়মিত পানি দিতে হয়, তাই টবের গা ভেজা স্যাঁতসেতে থাকে, যেটি এদের ডিম পাড়ার প্রিয় স্থান।
সেক্ষেত্রে আমরা এডিসের ডিম পাড়া রোধ করতে মাটির টবের বদলে প্লাস্টিকের টব ব্যবহার করতে পারি। কারণ, প্লাস্টিক পানি শোষণ করে না।
তারো চেয়ে ভালো হয় যদি …
মাটির টবগুলো ( অবশ্যই মুখের কাছে কোন ফাঁক না রেখে) বসিয়ে রাখা যায়, এমন প্লাস্টিকের বালতি বা পাত্রের মধ্যে গাছসহ বসিয়ে দিতে পারি।
মাসে ১ বার টবের নীচে চুঁইয়ে পড়া পানি টব তুলে রেখে বালতি /পাত্র থেকে ফেলে দিলেই হোল।
প্লাস্টিকের বালতি বা পাত্রের সাথে ভেতরের টব লেগে থাকবে না, তাতে এডিসের ডিম পাড়ার চান্স ও কমে যাবে বহুগুণ। তবে সাবধান, পাত্রের মুখের কাছে টব বসানোর জায়গায় কোনো ফাঁক থাকলে লেডিস এডিস কিন্তু ভেতরে যেয়ে নির্বিঘ্নে ডিম পাড়বে। হাজার হোক শখের দাম ষোল আনা। আর শখ করে লাগানো গাছ আমাদের প্রাণে জোগায় একটু বাড়তি স্পন্দন।
.
রোখশানা’স লাইফ স্টাইল … চতুর্থ পর্ব
ঈদে বাড়ি যাওয়ার ভীড়ে যারা কয়েকঘন্টা ব্যাপী জ্যামে আটকে আছেন, তারা ন্যাচারাল এয়ারকন্ডিশনড ইফেক্ট & কুলিং সেনসেশন পেতে…. তোয়ালে রুমাল সাথে থাকা পানিতে বা নরমাল জলে ভিজিয়ে ঘন্টাখানেক পরপর ঘাড়-হাত-মুখ মুছে ফেলুন।
চাইলে ভেজা রুমালটি হাতেই রাখুন। বোতল থেকে পানি ঢালবেন ভাঁজ করা রুমালের উপর বোতল উপুড় করে, তাতে পানি কম লাগবে। দেখবেন, গরম এবং ক্লান্তি নিমেষে উধাও হয়ে কেমন চনমনে হয়ে উঠছে আপনার ভ্রমণ।
যে কোন লং রোড জার্নিতেই এটা প্রযোজ্য। সেক্ষেত্রে আপনার গাড়িতে এসি থাকলেও জানালা খুলে কিছুক্ষণ বাইরের ( ফ্রেশ?!) বাতাস উপভোগ করতে অসুবিধা হবে না।
Have a safe journey.
loading...
loading...
বিশ্বাস করি দুটো টিপসই জন সচেতনতায় এবং আমাদের সকলেরই কাজে আসবে।
ঈদ মোবারক রোখশানা রফিক আপা।
loading...
ঈদ মোবারক, ভাই।
loading...
রোখশানা'স লাইফ স্টাইল দ্বিতীয় এবং চতুর্থ পর্ব পড়লাম। আপনাকে ধন্যবাদ।
loading...
আপনাকেও ধন্যবাদ।
loading...
খুউব সুন্দর পোস্ট দিদি ভাই।
loading...
ধন্যবাদ, আপু।
loading...
অনেক অনেক শুভেচ্ছা আপা।
ঈদ মোবারক।
loading...
ঈদ মোবারক, আপু।
loading...
এটি এ-সময়ের জন্য পরোপকারী পোস্ট। অসংখ্য ধন্যবাদ সহ পবিত্র ঈদুল আজহার আগাম শুভেচ্ছা জানবেন।
loading...
সময় উপযোগী পোস্ট। আপনার জন্য একরাশ শুভেচ্ছা।
loading...
ধন্যবাদ আপনাকে।
loading...
সুন্দর
loading...
ধন্যবাদ।
loading...
Have a safe journey.
loading...
loading...
ঈদ মোবারক আপা।
loading...
ঈদ মোবারক, প্রিয় তুবা।
loading...