বিদায় দে মা ঘুরে আসি


বিদায় দে মা ঘুরে আসি
————————-
মা, তুমি বলে দাও; আমাকে আর তোমার প্রয়োজন নেই। আমি রক্ত দিয়ে আসি, ওদের রক্তের তেষ্টা পেয়েছে খুব। শুনলাম ওরা নাকি রক্ত চোষা জোঁকের চুষে খাওয়া রক্ত খেতে জোঁক চিবিয়ে খায়। মা, আমাকে বিদায় দাও; ওরা তোমার সামনে যখন আমাকে চিবিয়ে খাবে সেটা তোমার সহ্য হবে না, সহতে পারবো না তখন তোমার আকুতি, তোমার চোখের জল, তোমার নাড়ী ছেড়া চিৎকার।

মা, আমাকে বিদায় দাও। এভাবে বেঁচে থেকে কোনো লাভ নেই, এর চেয়ে মরে যাওয়া অনেক ভালো। আমি না হয় তোমার জন্য আরেকটি সুন্দর সকাল কিনে দিবো, তুমি ভোরের পাখিদের কিচির মিচির ডাকে প্রথম সকাল দেখবে, তোমায় দেখে হাসবে সূর্য, সবুজ বৃক্ষ, স্পর্শের অপেক্ষায় থাকবে দুর্বা ঘাসে শুয়ে থাকা শিশির।

মা, এদেশ আজ আর তোমার নেই, ঠিক আমিও আজ তোমার নই। পশু পাখির মতোই আজ তোমার সন্তানের প্রাণ, ক্ষমতার লোভে ইচ্ছে মতো বলী দ্যায় ওরা, ওদের রক্তের খুব প্রয়োজন। মা, তুমি কেঁদো না; স্বাধীনতা মরে গেছে, মরে গেছে মৃত্যু। মানুষের বিপদে আজ মানুষ পাশে দাঁড়ায় না, যতটুকু দাঁড়ায় সবটাই তার স্বার্থ। আজ মানুষের চেয়ে রাস্তার কুকুর অনেক ভালো, মানুষের বিপদে সে প্রতিবাদী হয়ে উঠে, চিৎকার করে, মানুষ তোলে ফটো।

মা, বলতে পারো; ওরা কি অমরত্ব নিয়ে এসেছে পৃথিবীতে? সত্যিই মা, মৃত্যু মরে গেছে। ভালো থেকো মা, আমি যাচ্ছি তোমার জন্য রোদেল সকাল কিনে আনতে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১০ টি মন্তব্য (লেখকের ৫টি) | ৫ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১২-০৮-২০১৮ | ১৯:৪৬ |

    তেজ এবং উদ্দীপ্ত … মনকে সাহসী করে তোলার জন্য আপনার এই লিখাটি যথেষ্ঠ। সমকালীন সমাজে আমরা আমাদের মতো করে বাঁচতে চাই। বাঁচার মতো বাঁচতে চাই।

    GD Star Rating
    loading...
    • রুদ্র আমিন : ০৩-০৯-২০১৮ | ১৮:০৬ |

      সুন্দর এবং গঠনমূলক মন্তব্য লিখতে অনুপ্রাণিত করে।

      GD Star Rating
      loading...
  2. রিয়া রিয়া : ১২-০৮-২০১৮ | ২০:৩৩ |

    'আমি না হয় তোমার জন্য আরেকটি সুন্দর সকাল কিনে দিবো, তুমি ভোরের পাখিদের কিচির মিচির ডাকে প্রথম সকাল দেখবে, তোমায় দেখে হাসবে সূর্য, সবুজ বৃক্ষ, স্পর্শের অপেক্ষায় থাকবে দুর্বা ঘাসে শুয়ে থাকা শিশির।' >>> চাই সংগ্রাম কবি দা। বিনা লড়াইয়ে দাবী আজও পূরণ হয়নি। চাই ঐক্যবদ্ধতা। জন মানুষের সংগ্রাম বৃথা যায় না।

    GD Star Rating
    loading...
    • রুদ্র আমিন : ০৩-০৯-২০১৮ | ১৮:০৭ |

      ঠিক তাই, তবে সেই লড়াইটি যেন  হয় সত্যের পক্ষে, মানুষের জন্য।

      GD Star Rating
      loading...
  3. রীতা রায় মিঠু : ১২-০৮-২০১৮ | ২১:৪০ |

    অনাচারের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

    GD Star Rating
    loading...
  4. সৌমিত্র চক্রবর্তী : ১২-০৮-২০১৮ | ২১:৫৫ |

    বিদায় নয়; লড়াই শেষে বিজয় নিয়ে ফিরতে হবে।

    GD Star Rating
    loading...
    • রুদ্র আমিন : ০৩-০৯-২০১৮ | ১৮:০৮ |

      মায়ের নিকট থেকে তো বিদায় নিয়ে যেতে হবে, বেঁচে থাকলে দ্যাখা হবে। 

      GD Star Rating
      loading...
  5. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ১২-০৮-২০১৮ | ২৩:২৩ |

    মা, আমি যাচ্ছি তোমার জন্য রোদেল সকাল কিনে আনতে।

     

    *** https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...
    • রুদ্র আমিন : ০৩-০৯-২০১৮ | ১৮:০৮ |

      ধন্যবাদ ভাইজান।

      GD Star Rating
      loading...