কষ্ট যদি পেয়েই যাস
পড়ে শেষ চিঠি
উনুন মাঝে ফেলে দিস
আমার সকল স্মৃতি,
ভালোবাসলেই যদি দুঃখের পাহাড়
শ্বাস চেপে ধরে
আরও দুঃখ তুই ফেরি করে নিস
ভালোবেসে ঘরে,
চোখের জল বাঁধ ভেঙে তোর
এসেই যদি পড়ে
ঝরতে দিস শ্রাবণের ঢল
শেষ ইচ্ছের তরে।
আমি ফিরবো তোর সুপ্ত মননঘরে
ভালোবাসিস দুঃখ, সুখের আঘাত আপন করে
সুখের ঘরে থাকে সত্বীন, দুঃখের ঘরে দুঃখ
দুঃখ ছাড়া এই পৃথিবীর নেই কোনো সুখ।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
'আমি ফিরবো তোর সুপ্ত মননঘরে
ভালোবাসিস দুঃখ, সুখের আঘাত আপন করে
সুখের ঘরে থাকে সতীন, দুঃখের ঘরে দুঃখ
দুঃখ ছাড়া এই পৃথিবীর নেই কোনো সুখ।'
এই চারটি লাইনের সত্যতা অপরিসীম। কোন কারণ ছাড়াই অসাধারণ লাগলো।
loading...
ভীষণ ভাল লাগলো। আপনি দারুণ লেখেন দাদা।
loading...