আমার স্বপ্ন গুলো

স্বপ্ন দেখি
মায়ার পৃথিবী ছেড়ে দিচ্ছি পাড়ি,
সাদা কাপড়ে
তবুও কবরের হয় না পূর্ণ আহাজারি।

স্বপ্ন দেখি
মৃত কোনো এক লাশের পাশে বসে রয়েছি
খাটিয়া বহন করতে হবে,
পরিশেষে খাটিয়া রাখে আমায় বেঁধে অদৃশ্য বন্ধনে
অশ্রু গড়িয়ে পরে, পাইনা খুঁজে ভুলের কিনারা, জানি ভুল করেছি
মায়ার এ পৃথিবীতে।

স্বপ্ন দেখি
হায়েনার দল দিচ্ছে তাড়া, কামঁড়ে ধরেছে আমায়
চোখের পথ আশে পাশে ধুধুমরুময়
যে কষ্ট তা কখনোই বোঝানোর নয়,
অতঃপর, দৃশ্যত পতিত বিছানার তলায়।

স্বপ্ন দেখি
মহাপ্লাবন চারিপাশ ধবংস করে আসছে
অন্ধাকার আর জলোচ্ছাস,
অলৌকিক কথার বিশ্বাসে যেই ধরেছি ছোট্ট গাছ এঁটে
ভাসছি কবরস্থানে, উড়ছি মহাপ্লাবনে কথার বিশ্বাসে,
ভোরের আলোতে খুঁজে ফিরি সেই ছোট্ট গাছ
অসহায়, আজও চিনতে পারিনি তাঁকে আমি।

ফুলহারা, ঘিওর, মানিকগঞ্জ-০৫০৫২০১৪।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০২-০৬-২০১৮ | ৭:৩১ |

    "স্বপ্ন দেখি ভোরের আলোতে খুঁজে ফিরি সেই ছোট্ট গাছ।" এভাবে খুঁজতে খুঁজতে আমাদের জীবনের বারো আনা। এই স্বপ্নের মাঝেই যে, আমাদের বেঁচে থাকা প্রিয় কবি। শুভ সকাল।

    GD Star Rating
    loading...
  2. রিয়া রিয়া : ০২-০৬-২০১৮ | ১৬:৩৩ |

    তবু স্বপ্ন দেখে এই মন। কবিতা ভাল হয়েছে কবি দা।

    GD Star Rating
    loading...