আমার দেখা স্বপ্ন গুলো…..
স্বপ্ন দেখি
কখনও হাসি আবার কখনও কাঁদি
শত্রু এলে আকাশ পানে
ডানা মেলে জমাই পাড়ি তবুও কাঁদি।
স্বপ্ন দেখি
সাদা কাপড়ে অচীনপুরে হাঁটছি একা
দিচ্ছি পাড়ি পাহাড় পর্বত গিরি-মালা,
ডাকছে মা, উঠে দেখি
রবির হাসি, ভিন্ন জগৎ ভিন্ন বালাখানা।
স্বপ্ন দেখি
মৃত ব্যক্তির পাশে আছি বসে
খাটিয়া কাঁধে যাচ্ছি গোরে, রাখছে বেঁধে
আমার কান্দোন কেউ শুনেনা, শূণ্য গোরে
চোখের জল কেউ দ্যাখে না মায়ার ধর-এ
স্বপ্ন দেখি
হায়েনার দল দিচ্ছে তাড়া
কামড়ে ধরে খাচ্ছে কেড়ে, কেউ নেই ধু-ধু মরুভূমি ছাড়া
অতঃপর বিছানার তলে রক্তাক্ত পড়ে আছি একা, বড্ড ভয়
হায়নাচোখী আঁধার রাত
স্বপ্ন দেখি
মহাপ্লাবন চারিপাশ ধ্বংস হয়ে আসছে
শুধুই অন্ধকার, অলৌকিক কথায় ছোট্ট গাছ ধরছি এঁটে
ভাসছি আমি গোরস্থানে ভেসে আসা এক কথার বিশ্বাসে,
ভোরের আলোতে খুঁজে ফিরি সেই গাছ
অসহায়, আজও চিনতে পারিনি তাকে।
[বিঃদ্রঃ প্রত্যেকটি স্বপ্নের সাথে প্রায় যুদ্ধ হতো, আমার মা আজও আমাকে একা এক ঘরে থাকতে দ্যান না…কিন্তু একা ঘরেই যে থাকতে হবে অনন্তকাল.. বড ভয় হয়..]
loading...
loading...
এককথায় হৃদয়ছোঁয়া লিখা। ভালো থাকুন মি. রুদ্র আমিন। শুভ সকাল।
loading...