ডাক

ডাক

এই ডাক সেই ডাক নয়, যেখানে উম্মুক্ত আকাশকে সাক্ষী রেখে পদপৃষ্ঠ করে দুর্বাঘাস হবে কবিতা পাঠ। এই ডাক সেই ডাক নয়, যেখানে আলোচনার নামে হবে সমালোচনা; এই ডাক সেই ডাক, যেখান দূষিত রক্তের হবে পোস্টমর্টেম।

ভয় পাচ্ছো? কিসের এতো ভয়, তুমি কি বলতে পারো আগামীকাল দ্যাখা হবে? তবে কেন বলো, বাঁচতে চাইছো ভঙ্গুর পৃথিবীতে। এতো পৃথিবী নয়, কবরের ভেতর আরেক কবর। ভেবে দ্যাখো, পিতামহ- মাতামহ, কারো ভাই-ভগ্নী? আজ তুমিও আছো আমিও আছি, একদিন তুমিও অতীত আমিও হবো।

এই ডাক সেই ডাক নয়, এই ডাক রোদেল সূর্যোদয়ের ডাক, এই ডাক অন্ধ আইনের জ্ঞান চক্ষু ফিরিয়ে দেয়ার ডাক। এসো, রাজপথে নেমে এসো, গুলির ভয় করছো? ভেবোনা তারাও মানুষ। তারাও আজ মুক্তি চায়। একজন দু’জন নয় কোটিতে কোটিতে নেমে এসো, দেখবে সূর্য পশ্চিম থেকে নয় পূর্ব দিক থেকেই উদিত হচ্ছে।

এসো স্বপ্ন দেখি সুন্দর ভোরের, সোনালী দিনের রোদেল আলোর।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ১টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৪-১১-২০১৭ | ৮:২৪ |

    জীবনের এই কথা বা আহবানে উজ্জীবিত হই মি. রুদ্র আমিন। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...
    • রুদ্র আমিন : ০৪-১১-২০১৭ | ৯:১৭ |

      জেনে ভালো লাগলো ভাইজান, কিন্তু বড্ড ভয়,

      জানি আসবে না ফিরে আর কোনোদিন রোদেল সকাল

      বসবে না পাশে অতি কাছাকাছি মা কিংবা দাদু পিসি

      বলবে না কেউ আয় খুকু  খোকা রোদ বয়ে যায়, বড্ড ভয়

      আগামী কোন পথে হেঁটে যায়, যাচ্ছে, ডাকছে….

      GD Star Rating
      loading...
  2. দাউদুল ইসলাম : ০৪-১১-২০১৭ | ১৯:০৬ |

    এসো স্বপ্ন দেখি সুন্দর ভোরের, সোনালী দিনের রোদেল আলোর।

    GD Star Rating
    loading...