আমি মানুষ
আমি কত্তো সুন্দর এক মানুষ
আমার আছে দুটি হাত, আছে দুটি চোখ
চোখ মেললেই দেখি আমার মায়ের মিষ্টি মুখ
আমি হাতের উপর হাত রেখে খুঁজে পাই স্বর্গ সুখ
আমি মানুষ
মানুষের মাঝে অবহেলার, মানুষের মাঝে নিন্দুক
জন্ম যেমন মৃত্যু তেমন আমি এক পৃথিবীর এক মুখ
কখনো সুখে, কখনো হতাশায়, কখনো বা মহুয়ার মদে
আমি ব্যাচেলর ব্যালকনির আকাশসম উম্মুক্ত এক বুক
আমি মানুষ
আছে সব, তবুও কিচ্ছু নেই, আপন হুশে আমি বড্ড বেহুশ
ভুলে যাই পিতা-মাতা, ভুলে যাই স্ত্রী সন্তান ঠিক এর উল্টোও
আমি আশরাফুল মাখলুকাত; মরাকে আমি জ্যান্ত করি জ্যান্তকে করি মরা
আমি মানুষ
সত্তা ভুলে মত্তা থাকি ধর্ম ভুলে বানাই ধর্ম, পরিচয় দিই আমি এক মস্ত বড় নাস্তিক
মাটি ফুড়ে আমার অঙ্কুরোদগম, মাটি ফুড়েই হবে গমন বলি কত রকম
নিঃশ্বাস যখন মাকড়শার জালে, চোখে সহস্র ছানি, খুঁজে ফিরি তখন জীবনের আলো
প্রভু তুমি আছো বুঝে গেছি আমি…
আমি মানুষ
পৃথিবীর বুকে ক্ষমতার বলে সৃষ্টিকে করি অবিশ্বাস, স্বার্থের দরুণ
ধর্মের পর ধর্ম, কর্মের পর কর্ম করি পরিবর্তন, অবশেষে তবুও আমি মানুষ
অমানুষ কিংবা নামানুষে মানুষ!
ফিরে এসো হে মানুষ
দ্যাখো আমি কত সুন্দর, কত সুন্দর পৃথিবী, সবুজ শ্যামলে ভরা পল্লীর প্রান্তর
একবার, একবার মা-কে মা বলে দ্যাখো পৃথিবীর বুকে নেই কোনো অসুখ
আমি মানুষ, মানবিকতায়, শিক্ষা-দীক্ষায়, জ্ঞানে-গুণে সৃষ্টিকে করি জয়
এসো বুকে হাত রেখে বলি আমিও মানুষ!
উত্তরা, ঢাকা-১২৩০, ২৯১০২০১৭ রাত: ০০:১০।
loading...
loading...
অভিনন্দন জানাই প্রিয় কবি জায়েদ হোসাইন লাকী।

লিখাটি শুধু কবিতাই নয় … কবিতার চাইতেও বড় কিছু। আমার ভালো লেগেছে।
loading...