নর বলে নারী, নারী বলে নর

নর বলে নারী, নারী বলে নর

নর এর বল-এ নারী নষ্ট
নারীর সাজে নর
এক জীবনে একটি বিয়ে
মেটেনা তৃষ্ণা স্বর।

নর বলে নারী অচল
নারী বলে নর
একে একে হয় বিভেদ
অক্ষমতার ঘর।

প্রেমে স্বর্গ প্রেমে নরক
কে চিনিতে পারে
সুখ বিলাসী প্রেমে সকল
শূন্যাকাশে পরে।

তন্ত্র-মন্ত্র, তরণ-সরণ
যৌনতায় ভাসায় জীবন
সৃষ্টিকে ভুলে স্রষ্টার বল-এ
ভুলে যায় মরণ।

পুরুষ যেমন বহু বিবাহে আগ্রহী নারীরও ঠিক তেমনি। নামে মাত্র বর্তমানে এক বিয়ে। একজন নর ও নারীর জীবনে সাদৃশ্য এমনটিই দেখা যায়। কিন্তু বাস্তবতার আড়ালে বিয়ে অনেকেই একের অধিক সম্পূর্ণ করে ফেলেন বিয়ের পিঁড়িতে বসার আগেই।

বিবাহ হল একটি সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি যার মাধ্যমে দু’জন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়। বিভিন্ন দেশে সংস্কৃতিভেদে বিবাহের সংজ্ঞার তারতম্য থাকলেও সাধারণ ভাবে বিবাহ এমন একটি প্রতিষ্ঠান যার মাধ্যমে দু’জন মানুষের মধ্যে ঘনিষ্ঠ ও যৌন সম্পর্ক সামাজিক স্বীকৃতি লাভ করে।

সাধারণত আনুষ্ঠানিকভাবে আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবাহ সম্পন্ন করা হয়। বহু সংস্কৃতিতেই বিবাহ দু’জন বিপরীত লিঙ্গের মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকলেও কিছু সংস্কৃতিতে বহুগামী বিবাহ ও কিছু সংস্কৃতিতে সাম্প্রতিকভাবে সমকামী বিবাহও স্বীকৃত। বিবাহের মাধ্যমে পরিবারের সূত্রপাত হয়। এছাড়া বিবাহের মাধ্যমে বংশবিস্তার ও উত্তরাধিকারের সুযোগ সৃষ্টি হয়।

বিবাহের মাধ্যমে পরস্পর সম্পর্কিত পুরুষকে স্বামী (পতি) এবং নারীকে স্ত্রী (পত্নী) হিসাবে চিহ্নিত করা হয়। স্বামী ও স্ত্রীর যুক্ত জীবনকে “দাম্পত্য জীবন” হিসাবে অভিহিত করা হয়। বিভিন্ন ধর্মে বিবাহের বিভিন্ন রীতি প্রচলিত। একইভাবে বিভিন্ন সমাজে বিভিন্ন প্রথায় বিবাহ অনুষ্ঠিত হয়ে থাকে। বিবাহ মূলত একটি ধর্মীয় রীতি হলেও আধুনিক সভ্যতায় এটি একটি আইনী প্রথাও বটে। বিবাহবহির্ভুত যৌনসঙ্গম অবৈধ বলে স্বীকৃত এবং ব্যাভিচার হিসাবে অভিহিত একটি পাপ ও অপরাধ।

আজকের মর্ডান প্রজন্ম ভুলেই বসে আছে দাম্পত্য জীবনের সংজ্ঞা। এই সকল নিয়ম যেন আজ গেয়ো ভূতের খেলা, এমনটাই মর্ডান প্রজন্মের ভাব ধারনা। কে মানে এই আইন ? আসলে বর্তমানে পরকিয়াটাই বেশ আলোচিত। যৌন খায়েশ যে এতোটাই জরুরী সত্যি ভাবতেই কষ্ট হয়। কোন বাঁধাই যেন যৌনতার মাঝে বাঁধা নয়। কথা বলে চোর শুনে না ধর্মের কাহিনী ঠিক তেমনি যৌনতা মানে না কোন আইনি।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৭-১১-২০১৭ | ৭:৫৭ |

    লিখা এবং লিখার অনুষঙ্গ দারুণ হয়েছে মি. রুদ্র আমিন। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...