মাঝি আর মেঝেনের ডিঙি নায়ের স্বপ্ন

মাঝি আর মেঝেনের ডিঙি নায়ের স্বপ্ন

গতরাতে একটা ডিঙি কিনেছি,
মোহনায় মোহনায় নোঙর ফেলবো বোলে।
নির্ঘুম প্রতিরাতে স্বপ্ন দেখি বোলেই,
দেখি আসমান ফুটো করে জলের নৃত্য; কে যেনো ডাকছে,
কণ্ঠশৈলীতে কখনো কখনো স্পর্শ কোরে ফেলি তাকে
স্বপ্ন ভেঙে গেলে দেখি চিরচেনা লোনাজলের ঢেউ।

জানি, জলের বুকে ঢেউ থাকবেই, যেমন থাকে ভালোবাসায় যন্ত্রণা
খুব ভেবে চিন্তেই গতরাতে ডিঙি কিনেছি,
মাঝি হওয়ার খুব খু–ব ইচ্ছে, কাউকে মেঝেন বানাবো বোলে,
তাকে পাশে কোরে একদিন পূর্ণ করবো তার সকল ইচ্ছে।

কেউ কি মেঝেন হবে? যদি হও তবেই মাঝি হয়ে
নোঙর ফেলবো মোহনায়, দিবো পাড়ি পদ্মা, মেঘনা,
প্রতিটি নির্ঘুম রাতকে করে তুলবো এক একটি মাধবী রাত;
তবে এসো,
মাঝি আর মেঝেনের ডিঙি নায়ে অচিন মোহনায়,
আঁধার রাতের জলনৃত্যে জীবন সাজাই।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৬-০৯-২০১৭ | ১০:৪৯ |

    লিখাটি পড়লাম। অভিনন্দন মি. রুদ্র আমিন। শুভ সকাল।
    আমি তুমি সে’র বাইরে খানিকটা প্রশস্ত কল্পনা করার সুযোগ পেলাম বটে। Smile

    GD Star Rating
    loading...