অন্ধকার আছে বলেই আলো এখনো জীবিত …
নিজেকে খুঁজতে গিয়ে বারংবার অন্যকে খুঁজে পাই, কখনো পশু কখনো পাখি কখনো বা হিংস্র জানোয়ার। আঁধার ছাড়া যেমন আলো নেই, মন্দ ছাড়া তেমন ভালো নেই, তেমনি অমানুষ না হলে মানুষ চিনবো ক্যামন কোরে? আমি না হয় অমানুষ হয়েই বেঁচে রইলাম, তুমি মানুষ হয়ে অমানুষ আর মানুষের মাঝে পরিচিতি দাও, বর্ণনা দাও আলো ক্যামন, মন্দ ক্যামন আর অন্ধকারই বা ক্যামন!
শুনলাম তুমি এখন বলতে শিখেছো, বলছো পৃথিবীতে বিশ্বাস বলে কিছুই নেই যা আছে সবটাই মিথ্যে আর প্রতারণা, বড্ড ভয় হয় কখন আবার বলবে পৃথিবীই একটা মিথ্যে জঞ্জাল, বড্ড ভয় হয় কখন যে তুমি তোমার পিতা-মাতাকেও অবিশ্বাস করে বসো!
অতঃপর মিথ্যের ঘরে সবটাই মিথ্যে, অবিশ্বাসে মৃত তুমি আমি আমরা সবাই; বিশ্বাস আছে বলেই পৃথিবী এখনো বসবাসের যোগ্য বাসস্থান হয়ে দাঁড়িয়ে আছে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
এমন গদ্য লিখা আমার কাছে ভীষণ প্রিয়।
আমার ভালো লাগে। অভিনন্দন মি. রুদ্র আমিন।
loading...
আপনাদের ভালোবাসা, বিশেষ করে আপনার অনুপ্রেরণা, আমাকে সতেজ সজীব করে তোলে। মনে হয় আর ক’টাদিন বেঁচে যাবো, লিখতে পারবো, জানি তেমন হয়না তবুও ক্রিকেট খেলা ছেড়ে দেয়ার পর এটাই এখন বিনোদন, শেষ বয়সে হয়তো এটাকে নিয়ে সঙ্গ দিতে হবে…পৃথিবীর মতোই মানুষ গুলো দিনদিন বধির হয়ে যাচ্ছে, অনুভূতিহীন হয়ে যাচ্ছে বিবেক, জ্ঞান, শিক্ষা..
loading...
কথা গুলোন পড়ে মনটা আর্দ্র হয়ে উঠলো। ভালো থাকুন।
loading...
ভালো লাগলো ভাই
শুভ কামনা।
loading...
মন্তব্যে ভালো লাগা
loading...