স্তন
আমি তাঁর স্তন স্পর্শ করেই পৃথিবীর সুখ অনুভব করি
বুঝতে পারি আমার মতো সেও এমন স্পর্শে কাতর
এমনটা শুনে তোমরা পৃথিবীর নিকৃষ্ট প্রাণী বলে যে যার মতো
ঘৃণার অবাধ্য লালা আকাশে ছুড়ে মুখ ফিরিয়ে নাও
তোমরা আমাকে যে যাই বলো না ক্যানো, বলবো ঠিক বলেছো
আমি অন্ধ হলে তো তোমরা অন্ধ হতে পারোনা, দ্যাখো এবং বুঝো;
কিন্তু আমি, অতিসয় সহজ সরল, অবুঝ এক জীব; যার
বোধের ঘরে ভালোবাসা আর সরলতা ছাড়া কিছুই নেই
কোনটা অশালীন কোনটা অশ্লীল বুঝি না, শুধু বুঝি ভালোবাসা।
তোমরা যেটাকে অশ্লিলতা বলো আমি বলবো সেটাই শালীন
ক্যানো না আমার স্পর্শে যদি কেউ সুখানুভ করে তবেই আমি সুখী
তোমরা হয়তো স্পর্শ করতেই জানো না কিংবা তোমাদের ত্বক
ফেলে রাখা মরিচার বসবাসে আজ কাঠ থেকে পাথর হয়ে গ্যাছে,
মনে রেখো কতটুকু অধিকার থাকলে কারো স্তন স্পর্শ করা যায়,
তোমরা হয়তো সেটাই বুঝো না…
ফরিদমার্কেট, উত্তরা, ঢাকা-১২৩০, দুপুর: ১২:৩০, ০৬০৬২০১৭।
loading...
loading...
“তোমরা যেটাকে অশ্লিলতা বলো আমি বলবো সেটাই শালীন
ক্যানো না আমার স্পর্শে যদি কেউ সুখানুভব করে তবেই আমি সুখী।”
লিখাটির ভাব ভাষার উপস্থাপন আমার কাছে ভালো লেগেছে মি. রুদ্র। গ্রেট।
loading...
আপনাদের ভালো লাগাই হয়তো পথিকের পথ চলাকে সহজ করে দেয়, সাহস ফিরে পায় গন্তব্যের উদ্দেশ্যে আরেকটু অগ্রসর হতে।
loading...
সুন্দর লিখেছেন । অভিনন্দন কবি
loading...
জেনে ভালো লাগলো ভাই।
loading...
কবি আমার মনে হয়,,,,,নাম টাই অশালীন

ভিতরে যত কিছু থাক না, তা ঢাকা থাকে!
দ্বিতীয়, শরীর বৃত্তীয় কাজ, কাম কবিতায় থাক না, ঢাকনার ভিতর, তার এক রকম মাধুয্য আর খোলা থাকলে তা আবার অন্যরকম!!!
বেশী বললাম মনে হয়,,,,,,,কবিরা এমনি জাত পাত মানে না
loading...
বেশি বলেননি ভাইজান, যা বলেছেন বেশ ভালো বলেছেন তবে স্তনকে আমি অশালীন বলে মনে করি না। মাতা যখন বৃদ্ধ হয় তখন কি সেটা অশালীন হয়ে যায়, স্তনকে দেশ হিসেবে ধরুন দেখবেন সব শালিন।
loading...