পরিণীতা
রাজপুত্র কিংবা অধরা নই
অন্তর্দৃষ্টি দিয়ে দ্যাখো, অনুভব করো
কখনো ছায়া কখনো রোদেল হাওয়া
অতঃপর একটি প্রতিবিম্ব।
এটা কোনো স্বপ্ন নয়, হৃদয়ের কথা,
আলোতে এসে দ্যাখো, চোখ বন্ধ কোরে দ্যাখো
দু’হাত প্রসারিত কোরে মুক্তবায়ু গ্রহণ করো একবার
অতঃপর পৃথিবী থেকে পৃথিবীর অতি নগণ্য
এ যে এক টুকরো শান্তি।
সম্মুখে সবুজ অরণ্য, ভয় নেই
জড়িয়ে ধরে দেখো বুকের মাঝে কতোটা পতিত জমি
এক ফোটা জলের তৃষ্ণায় কতোটা কাতর
পৃথিবীর পৃথিবী।
দু’টি হাত একে অপরের বন্ধনে আবন্ধ
মেঠো পথ সবুজ শ্যামল গা রাখালের সুর
সবটাই তুমি, আমার পরিণীতা
বৃত্তের বিন্দুতে একে অপরের পরিপূরক।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
পরিপূর্ণ কবিতা। এমন কবিতা বারবার করে পড়া যায়। ভালো লাগে।
শুভ সকাল প্রিয় কবি।
loading...
আপনাদের অনুপ্রেরণাই বদ্ধ কচুরিপানার তলে তলিয়ে যাওয়া মানুষটি বেঁচে থাকার আশায় বেঁচে যায়। ভাইজান ভালোবাসার চেয়ে পৃথিবীতে বিষাক্ত নেশা আছে কি? আমি ভালোবাসাকেই অক্সিজেন বলে জানি আর তাই তো ভালোবাসা পেয়ে বেঁচে আছি।
loading...
সুন্দর করে বলেছেন কবি। খুবই ভালো লাগলো কথা গুলোন।
loading...
আপনার লেখা সত্যিই দিন দিন ভালো হচ্ছে আমিন ভাই। ভালোবাসা জানবেন
loading...
আপনাদের সঠিক মন্তব্যই পারে আগামীর পথ চলতে, ভালো মন্দ দুটোই জানাবেন, আমি শিখতে চাই
loading...
অনেক দিন পর আপনার একটি কবিতা পড়লাম।
ভালো হয়েছে।
শুভ কামনা রইলো প্রিয় রুদ্র আমিন ভাই।
loading...