সম্ভবত কারণ রেখেই পৃথিবীকে জানাবো বিদায়

Rudra Amin
আমি সম্ভবত কারণ রেখেই পৃথিবীকে জানাবো বিদায়
যেন কোন বেলি আকাশ-পাতাল ফুটো না করে ফেলে,
মানুষ হয়ে মরতে পারবো না সেও নিশ্চিত বলে রাখি
পৃথিবীতে নামানুষের আয়ু বেশ দীর্ঘ মানুষ হওয়ার দায়ে।

আজ থেকে এক অনুভূতিহীন জানোয়ার হলে গেলাম
তুমি চাইলে যা ইচ্ছে তাই করতে পারো, কালো বনের
ভেতর সরু জ্বলন্ত ইস্পাত দন্ডের দ্বারা বিভাজন করতে
পারো খড়স্রোত জলের দু’টি পাড়, এক দীর্ঘশ্বাসের জন্য।

ভয় নেই, আত্মহুতি দেবো সেটাও ভেবো না; মরে গেলে
তো বেঁচেই গেলাম, কিন্তু তিল তিল করে নিজ হৃদপিন্ড
নিজেই কাবাব করে খেতে পারলেই বুঝবো আমি অনুভূতিহীন
এক জানোয়ার হয়ে উঠেছি শুধু একফোঁটা সৌন্দর্যের জন্য।

আমি সম্ভবত কারণ রেখেই পৃথিবীকে জানাবো বিদায়
পৃথিবী যেমন পৃথিবী নেই, মানুষ যেমন মানুষ নেই, প্রেম-
ভালোবাসা-বন্ধুত্ব নেই, লাল বেনারশির যেমন কদর নেই
ঠিক তেমনি চলে যাবো একদিন সমাজ সভ্যতার নামে
মানবিকতার নষ্ট দানবের আনন্দ উল্লাসে অশ্লীল উরুতে।

ভালো থেকো বেলি, ভালো থেকো নীলাকাশ, ভালো
থেকো জন্মভূমির সেই ইছামতি নদীর পাড় স্মৃতিবিজরিত
আমার গাও; আমি সম্ভবত কারণ রেখেই পৃথিবীকে জানাবো
বিদায়, ছোট একটি দুঃখ ও ছোট একটি স্বপ্নকে বাঁচার জন্য।

হোটেল আমির, কসাইবাড়ি, উত্তরা, ঢাকা-১২৩০, রাত: ১০:০০, ১৯১২১৬।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৫ টি মন্তব্য (লেখকের ০টি) | ৫ জন মন্তব্যকারী

  1. আলমগীর সরকার লিটন : ১৮-০১-২০১৭ | ১৬:০৩ |

    বিদায় তো না বলার
    না দেখা না ছোঁয়ার –
    আধার বা অন্যা কোন
    অনুভূতি আর অনুভূতি !

    অভিনন্দন ও শুভেচ্ছা নিবেন———

    GD Star Rating
    loading...
  2. মামুন : ১৮-০১-২০১৭ | ১৬:০৮ |

    ভালো থেকো বেলি, ভালো থেকো নীলাকাশ, ভালো
    থেকো জন্মভূমির সেই ইছামতি নদীর পাড় স্মৃতিবিজরিত
    আমার গাও; আমি সম্ভবত কারণ রেখেই পৃথিবীকে জানাবো
    বিদায়, ছোট একটি দুঃখ ও ছোট একটি স্বপ্নকে বাঁচার জন্য।

    GD Star Rating
    loading...
  3. একজন নিশাদ : ১৮-০১-২০১৭ | ১৬:৪০ |

    ভাল লেগেছে আমিন ভাই।

    GD Star Rating
    loading...
  4. মুরুব্বী : ১৮-০১-২০১৭ | ১৭:১০ |

    বেশ পরিপাটি এবং জীবন বোধনের লিখা। প্রচ্ছদ দারুণ। বেঁচে থাকুন কবি। Smile

    GD Star Rating
    loading...
  5. মোহাম্মদ আয়নাল হক : ১৮-০১-২০১৭ | ১৯:৩০ |

    বাহ্ দারুণ পরিপাটি সাজানো গোছানো লেখাটি। ভাল লাগা রইল।প্রিয় কবি।

    GD Star Rating
    loading...