এক দিন হেমন্তের কুয়াশায়
ঢেকে যাবে ধূসর আদিগন্ত,
শুকনো পাতাগুলো হয়তো তখন
ঝরে পড়বে সমুদ্রের নীল জলে।
গৌধূলী শেষে প্রতি দিনের মত
রাখাল বালক ফিরবে বাড়ি,
ক্লান্ত দেহ টেনে ;
সূর্যটা যাবে ডুবে নিঃশব্দে
চোখের পলকের মতন,
অধর বেয়ে নামবে লবনাক্ত স্রোত
বর্ষায় বাঁধ ভাঙা নদী হয়ে তখন।
আনন্দ গুলো যাবে তলিয়ে
হতাশার অতল গহীনে,
যদি সেই দিনে না থাকে
অনুসৃতার হাত এই হাতে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
অতুলনীয় অনুভূতি,
loading...
অনুসৃতা বিহীন হেমন্তের দিন … সত্য এক বিরহের দিন।
loading...