অনুসৃতা ও শূণ্য হাতের গল্প

index

অনুসৃতাকে বাড়ানো হাতটা
শূণ্য রয়ে গেছে আজো।
সময়ের ধূলোর নীচে
অস্পষ্ট হয়ে গেছে কবেই,
সেই হাতের রেখার মানচিত্র।

অনুসৃতা তুমি জান কি,
লেখা থাকেনা কিছুই
কখনো হাতের রেখায়।
তাই সময় ধূলোর আস্ফালন
ব্যার্থ পড়ে রয়,
অতীতের কোন ডাস্টবিনে।

চোখের জলের ভাষা,
বুঝতে কি পার তুমি?
যদি না বুঝ,
তবে যেও কোন একদিন
নির্জন পাহাড়ের দেশে,
একা একা এক শরতে
খোঁপায় বেঁধে শিউলীমালা।

ভুলে যেওনা তুমি কখনো,
নিষিদ্ধ তো আমার না —
তোমার অশ্রু অনুসৃতা।

২২ সেপ্টেম্বর ২০১৪

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ৩০-০১-২০২১ | ১৩:৪১ |

    সুন্দর কবিতা। মনে করি আপনার এই সিরিজটি পাঠকপ্রিয় হবে। তবে আপনার অনুপস্থিতি অনেকদিন লক্ষ্য করিনি। আশা করবো ভালো ছিলেন। এবং এবং আছেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  2. ফয়জুল মহী : ৩০-০১-২০২১ | ১৪:৫৪ |

       চমৎকার কাব্যিক ভাবনা।

    GD Star Rating
    loading...