টিক টিক করে সময় চলছে এগিয়ে,
সূর্যোদয় থেকে সূর্যাস্ত
সূর্যাস্ত থেকে সূর্যোদয়,
ছুটে চলছে সময়।
প্রতিটাক্ষণ কাটছে
আনন্দ-হতাশা-বিষাদ
আর বিপুল আয়োজনে।
একটাই সময়,
কেউ ছিনিয়ে নেয়,
কেউ ফিরিয়ে দেয়
কেউ কথা রাখে
কেউ বিশ্বাস ভাঙে;
কেউ হাসে
কেউ কাঁদে,
পার্থিব মোহে ছুটে চলে মানুষ —
….. ছুটে চলে অবিরাম………
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
পার্থিব মোহে ছুটে চলে মানুষ —
….. ছুটে চলে অবিরাম।
loading...