অনুভব

158815

পূবের আকাশ ধীরে ধীরে সোনালী হচ্ছে,
আর এই দেহে নেমে আসছে –
মৃত্যুর শীতল অনুভব।
ভাসছে চোখে
শৈশবের সেই চিরচেনা গ্রাম…
নীড় ছেড়ে ঐ যে উড়ছে আকাশে
সদ্য ঘুম ভাঙা পাখিরা
সকালের এই রাঙা আলোয়।

গ্রীষ্মের ভর দুপুরে
যখন চলতাম একা,
সেই সময়ে পুকুর দেখলেই
থমকে দাঁড়াতাম আমি।
জলে পা ডুবিয়ে দেখতাম
অস্পষ্ট জলছবি।

পাখির গান শুনে শুধুই ভাবতাম তখন,
অলস দুপুর গুলোতে গাছের ডালে বসে
মিষ্টি সুরে কীভাবে গান গায় নিঃসঙ্গতার ?
বৃষ্টির দিনে কতোই না স্কুল পালাতাম,
শীল কুড়াবো বলে। 

কত দিন যে আমি –
প্রাচীন বৃক্ষ দেখি না,
ছুঁই না বৃষ্টির জল,
শুনি না পাখির কলকতান !
হারিয়ে গেছে সবই আজ
গড়ে উঠা কাক সভ্যতায়।

গ্রাস করেছে নিষ্ঠুর সভ্যতা
এই শহরটাকে তোর মত করে,
যেভাবে ছুঁড়ে ফেলেছিস তুই
একটা জীবনকে শূণ্য করে
সময়ের আস্তাকুঁড়ে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৫-১২-২০২০ | ১১:৩৮ |

    ভালো থাকুন ভালো রাখুন প্রিয় কবি মি. রোমেল আজিজ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  2. আলমগীর সরকার লিটন : ১৫-১২-২০২০ | ১২:০৩ |

    খুব সুন্দর ভাবনার অনুভব প্রকাশ কবি দা

    GD Star Rating
    loading...