প্রাচীন নক্ষত্রের আলো
স্পর্শ করতো আমায়,
লক্ষ কোটি আলোকবর্ষ
দূর হতে এসে।
চাঁদের শীতল আলো
পূর্ণ করতো আমার,
স্বপ্নের অবগাহন
এক সময়।
হারিয়ে যেতাম তখন আমি,
আমার আপন সত্ত্বায়।
যেখানে গৃহ ছিল আমার
পুরো পৃথিবী,
আর আকাশ ছিল
সেই উন্মুক্ত গৃহের ছাদ।
এখন এক অদ্ভুদ মায়াজালে
নিঝুম মহাশূন্যের মাঝে,
নেমে আসে গভীর রাত।
যেখানে এক শব্দহীন
মহাসমুদ্রের অন্তহীনতায়
ম্লান হয়ে যায়,
এ পৃথিবীতে আমার
বেঁচে থাকার আস্বাদ।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
খুব সুন্দর অনুভূতি কবি দা
loading...
বেশ মোহনীয় পরিবেশন।
loading...
কবিতায় শুভেচ্ছা জানবেন প্রিয় কবি মি. রোমেল আজিজ। শুভ সন্ধ্যা।
loading...