মধ্যরাতে দক্ষিণ জানালা
হয়ে যায় কালের আয়না,
রাস্তা নেড়ি কুকুরের গর্জনে
ঢেকে যায় লঞ্চের হুইসেল।
জ্বলে লাল নীল হলুদ বাতি
রেন্টাল, কুইক রেন্টাল,
পাওয়ার হাউজের উপর।
ম্রিয়মান উদাস তারা ভাসে,
সপ্তর্ষিহীন আঁধার আকাশে।
গলায় নামে তরল আগুন
রক্ত রংয়ে মগজ ঘোলাটে
ফুসফুস ভরা ধোঁয়ার বিষে,
মাথার ভিতর ঘুরছে যেন –
দূরে কোথাও
কে হাসে, কে হাসে…
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
কবিতায় চমৎকার সব উপমা ব্যবহার কবিতাটির মূল উপজীব্য।
loading...
দারুণ কবি দা।
loading...