শেষ যে উল্কাটা খসে পড়লো,
সে পথে এখনো খুঁজলে পাবে
আমাদের পায়ের ছাপ।
.
হয়তোবা এ কয়দিনে
শীতের কিছু ঝরা পাতা,
শিমুলের বিচ্ছিন্ন তুলো
অথবা বন মোরগের
পাখার ঝাপটার ধূলো,
দিয়েছ ঢেকে ছাপগুলো।
ধূলোয় পাতায়
যায় ঢেকে স্মৃতি গুলো।
.
অভিমান অভিযোগে
হারায় নিঃসংগ সময়,
কাটে দীর্ঘ রাত্রির পরে
দৈর্ঘ্য-প্রস্থ-উচ্চতা বিহীন
দীর্ঘ এক একটা দিন।
কাটে দীর্ঘ দিনের পরে
একেকটা নির্জন রাত্রি
দৈর্ঘ্য-প্রস্থ-উচ্চতা বিহীন।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
কবিতাটি পড়লাম কবি দা। বেশ অনিয়মিত দেখতে পাচ্ছি আপনাকে।
loading...
কবি অনুপস্থিত।
loading...
ইয়েস ম্যাডাম…
loading...
থ্যান্ক্যূ।
loading...
ধীরে ধীরে সময় নিয়ে পড়লে আপনার কবিতার আস্বাদ সহজেই পাওয়া যায়। শুভেচ্ছা কবি রোমেল আজিজ ভাই।
loading...
ভালোবাসা রইলো
loading...
হয়তোবা এ কয়দিনে শীতের কিছু ঝরা পাতা,
শিমুলের বিচ্ছিন্ন তুলো অথবা বন মোরগের
পাখার ঝাপটার ধূলো, দিয়েছ ঢেকে ছাপগুলো।
ধূলোয় পাতায় … যায় ঢেকে স্মৃতি গুলো।
লিখায় অসাধারণ অনুভবীয় কম্বিনেশন। অভিনন্দন মি. রোমেল আজিজ। শুভ সন্ধ্যা।
loading...
শুভ সকাল মুরুব্বী, ধন্যবাদ
loading...
শেষ যে উল্কাটা খসে পড়লো,
সে পথে এখনো খুঁজলে পাবে
আমাদের পায়ের ছাপ।
পায়ের ছাপে জরিয়ে ছিলো
ভিষণ অভিশাপ
.
হয়তোবা এ কয়দিনে
শীতের কিছু ঝরা পাতা,
শিমুলের বিচ্ছিন্ন তুলো
অথবা বন মোরগের
পাখার ঝাপটার ধূলো,
দিয়েছ ঢেকে ছাপগুলো।
ধূলোয় পাতায়
যায় ঢেকে স্মৃতি গুলো।
ঢেকে যাওয়া স্মৃতি গুলো
বরষা পেলেই নতুন সুর
থাকবে তখন নতুন পথে
আমার থেকে অনেক দূর।
.
অভিমান অভিযোগে
হারায় নিঃসংগ সময়,
কাটে দীর্ঘ রাত্রির পরে
দৈর্ঘ্য-প্রস্থ-উচ্চতা বিহীন
দীর্ঘ এক একটা দিন।
কাটে দীর্ঘ দিনের পরে
একেকটা নির্জন রাত্রি
দৈর্ঘ্য-প্রস্থ-উচ্চতা বিহীন।
পাহাড় মানেই উচ্চতা নয়
খুঁজতে থাকো মনের বাঁক
নিঃসংগ সময় জানিয়ে দেবে
ভালোবাসার ভোরের ডাক।
loading...
নিজের নামটা খেয়ালী মন দিলেও আমার কবিতা এতো মনযোগ দিয়ে পড়া আর এতো বিশ্লেষন সহ মন্তব্য করায় আমি অভিভূত… অশেষ ধন্যবাদ……
loading...