সেই কবেই থেমে গেছে
চৌরাস্তার কোলাহল,
এক এক করে গেছে কেটে
ঊনিশটি বছর !
কিন্তু হুল্লোড় থামেনি আজো
শহরতলীর কোনে ;
একাকী পড়ে থাকা
শেষ বাড়িটায়।
মনে পড়ে এখনো –
ভর দুপুরেও নীরবতায় থাকতো ডুবে,
বুনো অর্কিডে ঘিরে থাকা
অদ্ভুত সেই শেষ বাড়িটা।
রাত গভীর হয়, কাটে সময় ;
শেষ বাড়িটা প্রাণ ফিরে পায়।
শরাব শঙ্খ তনু যখন
মিলেমিশে হয় একাকার ;
সময় যে তখন –
এই রাত্রি দ্বিপ্রহর …
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
নান্দনিক এবং সুন্দর।
loading...
ক্লাসিক একটি কবিতা পড়লাম কবি রোমেল আজিজ ভাই। আপনার ব্যস্ততা আমাদের মতো ক্ষুদ্র পাঠকের মাঝে দূরত্ব কিনা জানি না।
loading...
একসময় আপনার ধারাবাহিক কবিতার ভীষণ ভক্ত ছিলাম। আজকাল একক ঘরানার লিখা গুলোও আমার চোখে বেশ প্রিয় হয়ে উঠছে কবি মি. রোমেল আজিজ।
loading...
কিন্তু হুল্লোড় থামেনি আজো
শহরতলীর কোনে ;
একাকী পড়ে থাকা
শেষ বাড়িটায়।
* মুগ্ধ…
loading...