ওপাড়ার শালিকটার কথা মনে আছে কি তোর,
প্রতিবেশীর ছাদে শুকাতে দেওয়া ধান খেয়ে ফেলত?
আজ দেখলাম সিঁড়ির উপরে চুপ করে বসে আছে
মাছরাঙার মত গম্ভীর হয়ে, চঞ্চল আদুরে পাখিটা।
মনে কি আছে তোর, বিরেণদের বাড়ির পেছনে
পরিত্যক্ত মন্দিরে থাকা, কালো বিড়ালটার কথা?
কাল দেখছিলাম কেমন যেন বিষণ্ন হয়ে হাঁটছিল
ভাঙা কার্ণিশের ধারে।
আছে কি মনে তোর, সেই মেয়েটার কথা?
স্কুল থেকে ফেরার সময়
আমি ভুল করেও তার দিকে তাকালে
হিংসায় জ্বলে উঠতো তোর দু ‘চোখ।
সেদিন দেখলাম মুছে গিয়ে সেই হাসি,
মেয়েটা হয়ে গিয়েছে কেমন যেন নিশ্চুপ!
জানিস অনুসৃতা,
ইদানীং আয়নার সামনে দাঁড়িয়ে ভাবি-
আহ্নিক গতি মেনে চলা এ পৃথিবীতে,
ভাল নেই কেউ, কেউ সুখে নেই।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
ইদানীং আয়নার সামনে দাঁড়িয়ে ভাবি-
আহ্নিক গতি মেনে চলা এ পৃথিবীতে,
ভাল নেই কেউ, কেউ সুখে নেই।
* বাস্তবতার মাঝেও শুভ কামনা সবার জন্যে…
loading...
আপনাকেও শুভ কামনা………
loading...
দারুণ একটি প্রেজেন্টেশান। বলার ভঙ্গিমাটি আমার কাছে অসাধারণ লেগেছে মি. কবি।
loading...
শুকরিয়া মুরুব্বী
loading...
সচরাচর এমন লেখা চোখে খুব কম পড়ে। মুগ্ধ হলাম কবি দা।
loading...
ধন্যবাদ দিদি
loading...
আহ্নিক গতি মেনে চলা এ পৃথিবীতে,
ভাল নেই কেউ, কেউ সুখে নেই। আহ ! দারুণ
loading...
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ জাহিদ অনিক
loading...
এই কবিতায় অসাধারণ একটি মেসেজ পেলাম!
সুখ আসলে একটা জটিল সমীকরণের মতো মনে হয় আমার কাছে।
সুখ মানুষের জীবনে আসে কিন্তু তখন সে বোঝে না যে সে সুখে আছে!
সুখের পরেই কিন্তু দুঃক্ষের পালা! এটা এই জগতের নিয়ম।
তাই সুখের সময়টা দ্রুত শেষ হয়ে গেলে সে বুঝতে পারে সুখে নেই।
সুখ আর দুঃক্ষ এর সময় সমান কিন্তু মনে হয় সময় এখানে পার্শিয়ালটি করছে, একটা দ্রুত চলে যায় অন্যটা ধীর গতিতে চলে।
তাই যেহেতু সুখের সময়টা টের পাওয়া যায় না এবং দুঃক্ষের সময়টাই দীর্ঘ তাই মনে হয় সুখে আমরা থাকি না!
loading...
ইলহাম ভাই আপনার ব্যাখ্যার জন্য অনেক ধন্যবাদ, আমরা আসলেই সুখের সময় সুখ টের পাই না………
loading...
কবিতাটিকে পছন্দ করলাম আজিজ ভাই।
loading...
শুভেচ্ছা সৌমিত্র দা
loading...
সুন্দর কবিতা।
loading...
ধন্যবাদ আপা
loading...