নিরঞ্জনের না বলা কথা - ২৫

মাধ্যমিক শেষেই আমাদের সুতো
ছেঁড়ার গল্পটা শুরু, কেউ মফস্বলে
কেউ শহরে এভাবে বিচ্ছিন্ন আমরা
কাটা পড়া ঘুড়ির মতোন।

ঈদ পূঁজোয় ক্ষনিকের হৈ হুল্লোড়
ছুটির শেষে অলিকপানে দৌড়,
এভাবে বয়ে চলা সময়ের মাঝেও
কেউ কেউ কারোতে মগ্ন বিভোর।

কিছু সুতো যায় ছিঁড়ে
আবার কেউ কেউ সেই সুতোয়
রং মেখে স্বপ্নের জাল বুনে।
তাই হয়তো কখনো নিরঞ্জনকে
আমরা আশাহত হতে দেখিনি,
বিপাশার তাচ্ছিল্য, বাঁকা হাসি
সবই মিশে যেতো নির্লিপ্ততায়
একাকী বুনে যাওয়া জালে

শীত শেষে
এক শিমুল রাঙা লালচে বিকেলে বললাম,
” জাল বুনতে শেখার আগে
জাল মারা শিখতে হয়,
তা কি জানিস নিরঞ্জন? ”

চোখ না তুলেই
শান্ত স্বরে শুধু বলল,
” আগে সাঁতার শিখে
কেউ কি জলে নামে রে অরুণ,
জলে নেমেই যে তবে
পরে সাঁতার শিখতে হয়……..

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৫ টি মন্তব্য (লেখকের ০টি) | ৫ জন মন্তব্যকারী

  1. নূর ইমাম শেখ বাবু : ১৫-১০-২০১৮ | ১৮:০৫ |

    শেষ লাইনে বাজিমাত করে দিলেন।

     

    আগে সাঁতার শিখে
    কেউ কি জলে নামে রে অরুণ,
    জলে নেমেই যে তবে
    পরে সাঁতার শিখতে হয়

     

     

    দারুন!

    GD Star Rating
    loading...
  2. রিয়া রিয়া : ১৫-১০-২০১৮ | ২৩:৫৬ |

    ধারাবাহিক এই সিরিজটি আমার কাছে বেশ লাগে। নিয়মিত পাঠক হয়ে আছি। ধন্যবাদ কবি। Smile

    GD Star Rating
    loading...
  3. মুরুব্বী : ১৬-১০-২০১৮ | ১২:১৩ |

    কবিতা সুন্দর হয়েছে মি. রোমেল আজিজ। আশা করবো ভালো আছেন। Smile

    GD Star Rating
    loading...
  4. সৌমিত্র চক্রবর্তী : ১৬-১০-২০১৮ | ২২:৪০ |

    এক্সিলেন্ট রোমেল ভাই। আপনার স্থির কাব্যিক স্বভাব আমার ভালো লাগে। Smile

    GD Star Rating
    loading...
  5. জাহিদ অনিক : ১৯-১০-২০১৮ | ০:৩৭ |

    আগে সাঁতার শিখে
    কেউ কি জলে নামে রে অরুণ,   
    চমৎকার 

    GD Star Rating
    loading...