নিরঞ্জনের না বলা কথা - ১৩

সময়টা তখন বরষার শেষ
কিংবা শরতের শুরু।
নীল আকাশ ভর্তি
পেজা তুলোর মতো
বরফ শাদা মেঘ;
কাশবনে ঘাসফুলে
ফড়িংয়ের উড়া উড়ি
দিগ্বিদিক ছোটাছুটি।

এমন এক শান্ত বিকেলে
পদ্ম ফোটা রক্তাভ ঝিলের জলে,
ঢিল ছুঁড়ে ব্যাঙ লাফাচ্ছিলাম;
পাশে বসা নিরঞ্জন
লাফ গুলো গুনছিলো।

হঠ্যাৎ গুনা থামিয়ে বলল,

– তুই এভাবে আর ঢিল ছুঁড়িস নে।

– কেন?

– লাফিয়ে লাফিয়ে কি আর
জীবন পার করা যায়?

– ধূর শালা,
ফিলোসফি কপচাবি না।

– বিশ্বাসে সবই হয়
পাওয়া যায় শুধু সাধনায়…

– তাই বুঝি তুই ডুবেছিস,
বিপাশার তপস্যায়?

জ্বলন্ত দু’চোখ মেলে,
নিরঞ্জনের ধীরস্থির উত্তর-
“আগুন দিয়ে কি কখনো আগুন
পোড়ানো যায় রে অরুণ;
ভালোবাসা পেতে
শুধু নীরবে ভালোবাসলেই হয়।”

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১০ টি মন্তব্য (লেখকের ৫টি) | ৫ জন মন্তব্যকারী

  1. মিড ডে ডেজারট : ২৭-০৭-২০১৮ | ১৮:১৮ |

    জ্বলন্ত দু’চোখ মেলে,
    নিরঞ্জনের ধীরস্থির উত্তর-
    “আগুন দিয়ে কি কখনো আগুন
    পোড়ানো যায় রে অরুণ;
    ভালোবাসা পেতে
    শুধু নীরবে ভালোবাসলেই হয়।”

    দারুণ লেগেছে !

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ২৭-০৭-২০১৮ | ১৯:১৬ |

    বিপাশার তপস্যায়? হুম। একটি লাইনে একটি শব্দ থাকেই এই কবিতায়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
  3. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ২৭-০৭-২০১৮ | ২৩:০৭ |

    “আগুন দিয়ে কি কখনো আগুন
    পোড়ানো যায় রে অরুণ;

    * অপূর্ব…

    GD Star Rating
    loading...
  4. ইলহাম : ২৮-০৭-২০১৮ | ০:৪৬ |

    "বিশ্বাসে সবই হয়
    পাওয়া যায় শুধু সাধনায়"

    অনেকটা বাণী চিরন্তন এর মতোhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  5. রিয়া রিয়া : ২৮-০৭-২০১৮ | ১২:৩৭ |

    সুন্দর।

    GD Star Rating
    loading...