-বিশুর পড়ার রুমের পেছনের আম গাছটা
কেটে ফেলতে ইচ্ছে করছে যে, অরুণ।
-কেন, নতুন কুড়াল কিনেছিস নাকি,
না ঐ গাছটার আম টক?
– সে সব কিছু না
– তাহলে?
– আম গাছটার জন্যে জানালা দিয়ে
বিপাশাকে ঠিক মতো দেখা যায় না!
– গাছটা তো তাহলে তোর জন্য
আশীর্বাদ রে, নিরঞ্জন।
– তোর এমন মনে হলো কেন?
– জানালাটা তো তোর না, বিশুর!
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
বাহ সুন্দর নতুনত্ব ভাব
অনেক শুভ কামনা জানাই
বাহ! চমৎকার! চলুক নিরঞ্জনের না বলা কথামালা

অসাধারণ কথোপকথন। এমন লিখায় নস্টালজিক হয়ে যাই।
* অপূর্ব…
সুন্দর।