এ শহরের ল্যাম্পপোস্ট গুলো
কখনো ঘুমায় না জানি,
ঝড় – বৃষ্টি – রোদে পুঁড়ে
কাটায় জীবন একাকী,
কখনো ইতিহাসের সাক্ষী হয়ে
কখনোবা সে নিজেই হয়
এক নিশ্চুপ ইতিহাস।
সকালে যার পায়ের কাছে
বসে খোলা হাট-বাজার
সেখানেই আবার গভীর রাতে
শোনা যায় কাঁচের চুড়ির ঝঙ্কার।
মানুষ আজ রাস্তায় বিকায়
মানুষ মানেই পাপ,
মানুষের কাছেই
মানুষ যে আজ ;
অর্থহীন অভিশাপ !
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
সিরিজ কবিতায় অসাধারণ কিছু কবিতা পাচ্ছি; যা সত্যকার অর্থেই মগ্ধকর। শুভেচ্ছা মি. রোমেল আজিজ। শুভ সকাল।
শুভ সকাল
মানুষের গল্প-২
চলতে থাকুক নিরন্তর্…
আপনার লেখা কবিতা আমার পছন্দ হয় দাদা। শুভেচ্ছা রাখলাম